<p>ব্যালটের মাধ্যমে নির্ধারিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় ঘোষিত ফলাফলে তারিকুল ইসলাম খান সভাপতি, মো. আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ও মো. সালাউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাড়ে ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়া ফলাফল ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব উপস্থিত ছিলেন।</p> <p>তারেকুল ইসলাম খান বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। মো. আলমগীর হোসেন সদর উপজেলা বিএনপির অহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। আর মো. সালাউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস ছিলেন।</p> <p>সম্মেলনে সভাপতি পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারেকুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম নুরুল হাসান ও সদর উপজেলার চিনাইরের বাসিন্দা শাহ আলম।</p> <p>উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সভাপতি পদে মো. জহিরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ১২৩ ভোট, এ কে এম নুরুল হাসান আলম গরুর গাড়ি প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রাহিম উদ্দিন ঘোড়া প্রতীকে ৭৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শাহীন আনসারী ১০৮ ভোট পেয়েছেন।</p>