<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগরে সুপেয় পানিসংকট নিরসনে দুর্যোগ সহনশীল বড় বড় পুকুর খনন, পুকুর ভরাট বন্ধসহ নানা সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত এ অঞ্চলে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সুপেয় পানিসংকট বিষয়ক গবেষণাপত্র উপস্থাপন ও সমাধানে করণীয় বিষয়ক সেমিনারে এসব পদক্ষেপের কথা জানানো হয়। সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক তানজির কচি এবং সুলতান শাহাজান। অতিথি হিসেবে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফারুক, সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ। গবেষণাপত্রে বলা হয়, ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ার কারণে সাতক্ষীরার শ্যামনগরে বরাবরই সুপেয় পানির সংকট বিদ্যমান। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততার আওতা বৃদ্ধি, অপরিকল্পিতভাবে লোনা পানির চিংড়ি চাষসহ নানা কারণে এখানে সুপেয় পানির সংকট প্রকট হয়েছে। সংকট নিরসনে প্রতিটি গ্রামে দুর্যোগ সহনশীল বড় বড় পুকুর বা জলাধার খনন এবং সেগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে।</span></span></span></span></span></p>