নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেছে সহযোগীরা। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার একটি টিম অভিযানে গেলে এ ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাসদাইর এলাকার রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের বিপরীত গলিতে মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালানো হয়।