দর্শক নেই, তবু ছবি মুক্তির হিড়িক
ছাত্র-জনতার আন্দোলন, আওয়ামী সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন—সব মিলিয়ে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত খুব বেশি নতুন ছবি মুক্তি পায়নি। ১৫ নভেম্বর ‘দরদ’ দিয়ে ফের সরব হয়েছিল সারা দেশের হলগুলো। তবে ডিসেম্বরে এসে ছবি মুক্তির হিড়িক পড়ে গেল। যদিও কোনো ছবিই টানতে পারছে না দর্শক। তবু কেন মুক্তি পাচ্ছে একের পর এক ছবি? জানার চেষ্টা করেছেন সুদীপ কুমার দীপ
সম্পর্কিত খবর