ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

আমার ফোকাস শুধু কাজে, প্রেমে নয়

  • এবার ঈদে পূর্ণদৈর্ঘ্য ‘দাগি’ ও ওয়েব ছবি ‘আমলনামা’ নিয়ে হাজির হবেন তমা মির্জা। ঈদের পরে শুরু করবেন আরেকটি ছবি ও সিরিজের কাজ। অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
আমার ফোকাস শুধু কাজে, প্রেমে নয়
তমা মির্জা ছবি : সংগৃহীত

আমার বিশ্বাস, এবার ঈদে সব ছবিই ভালো ব্যবসা করবে। আমি চাই সেটা। আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর জন্য এবার ঈদের ছবিগুলোর ব্যবসা অনেক বড় গুরুত্বপূর্ণ

 

সাত নম্বর ফ্লোর, খাঁচার ভেতর অচিন পাখিফ্রাইডের পর রাফীর আমলনামায় দেখা যাবে আপনাকে। আগের ওয়েব ছবিগুলোর সঙ্গে এটার পার্থক্য কেমন?

আগেরগুলোও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল।

এটাও তাই। তবে এখানে আমার চরিত্রে বেশ ভিন্নতা রয়েছে। ফ্রাইডেতে আমি প্রতিশোধপরায়ণ এক নারী। আমলনামায় আমি খুব ইনোসেন্ট মেয়ে।
খুব সাদামাটা, বাস্তববাদী নারী। তার জীবন-সংগ্রামের নানা দিক উঠে এসেছে ছবিতে। সব চরিত্রই সমান গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তবে আমলনামা করতে গিয়ে একটু বেশিই আবেগী হয়ে পড়েছিলাম।
এর আগে খাঁচার ভেতর অচিন পাখি করার সময়ও এমন হয়েছিল। ফ্রাইডেসুড়ঙ্গতে দর্শক পরপর আমাকে কিছুটা নেগেটিভ ও বোল্ড চরিত্রে পেয়েছিলেন। আমলনামায় অন্য এক তমাকে খুঁজে পাবেন।

 

ঈদে দাগিও আসছে। ওটিটি এবং বড় পর্দাদুটোই তাহলে আপনার দখলে থাকবে?

খুব আনন্দের।

গত বছর দর্শক আমাকে মিস করেছেন। রাজনৈতিক পটপরিবর্তন, বন্যাসহ নানা অস্থিরতা ছিল বছরজুড়ে। ফলে কোনো কনটেন্ট আসেনি। আমিও অপেক্ষায় ছিলাম। ঈদেই সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। একদিকে রাফীর আমলনামা অন্যদিকে শিহাব শাহীন ভাইয়ের দাগি। শাহীন ভাই অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন। ফলে দর্শকের একটা আগ্রহ তৈরি হয়েছে। সেই সঙ্গে সুড়ঙ্গর পর আমি আর নিশো একসঙ্গে ফিরছি। বলা যায়, দর্শকের জন্য চমক অপেক্ষা করছে।

 

নিশোর প্রথম ছবির পর দ্বিতীয় ছবিতেও আপনি আছেন...

জুটি তৈরি করেন দর্শক। সালমান শাহর সঙ্গে অনেক অভিনেত্রীই অভিনয় করেছিলেন, তবে শাবনূর আপুকে সবাই পছন্দ করেছেন। তেমনি রাজ্জাক-কবরী, ফারুক-ববিতা বা শাকিব খান-অপু বিশ্বাসপ্রতিটি জুটিই দর্শকের ভালোবাসা পেয়েছে। সুড়ঙ্গর মতো দাগিও যদি সুপারহিট হয় তাহলে প্রযোজক-পরিচালকরা অবশ্যই আমাদের নিয়ে জুটি করার কথা ভাববেন। এখানে আমাদের কোনো হাত নেই। তবে আমরা আশাবাদী, দর্শক আমাদের গ্রহণ করবেন।

 

ঈদে আরো কয়েকটি বড় ছবি আছে—‘বরবাদ, জংলি, ইনসাফ। এগুলোর সঙ্গে প্রতিযোগিতায় দাগির অবস্থান কী হবে বলে মনে করেন?

এখানে প্রতিযোগিতার কিছু নেই। আমরা সবাই মিলেই ইন্ডাস্ট্রি। ঈদ সবার জন্য উন্মুক্ত। গল্প, মেকিং, কাস্টিংসব মিলিয়ে দর্শক ছবি দেখে। যেটাতে এই জায়গাগুলো পরিপূর্ণ থাকবে সে ছবিটাই দিন শেষে দর্শক দেখবে। ক্যারিয়ারের প্রথম থেকেই দেখে আসছি, ঈদে সাত-আটটা করে ছবি মুক্তি পায়। এক অভিনেতার একাধিক ছবিও থাকত। এখন সেটা খুব একটা দেখা যায় না। আমার বিশ্বাস, এবার ঈদে সব ছবিই ভালো ব্যবসা করবে। আমি চাই সেটা। আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর জন্য এবার ঈদের ছবিগুলোর ব্যবসা অনেক বড় গুরুত্বপূর্ণ।

 

অঞ্জন দত্তের ওয়েব সিরিজ দুই বন্ধুও তো প্রস্তুত। এটি কবে মুক্তি পাবে?

ঈদে মুক্তি পাবে না, এটা নিশ্চিত। শুনেছি ঈদের পরে আসবে। দারুণ কাজ হয়েছে। দর্শকের মতো আমিও মুখিয়ে আছি সিরিজটি দেখতে।

 

এর মধ্যে নতুন কাজ হাতে নিয়েছেন?

একটি ছবি ও ওয়েব সিরিজ চূড়ান্ত করেছি। তবে ঈদের আগে শুটিং করব না। ঈদের এই সময়টুকু শুধুই আমলনামা আর দাগির জন্য বরাদ্দ। আগামী তিন সপ্তাহ ছবি দুটির প্রচার-প্রচারণায় সময় দেব। নির্মাতারা এর মধ্যে বেশ কিছু পরিকল্পনা করেছেন। সেগুলো নিয়েই কাজ করব। আমাদের দেশে কয়েক বছর আগেও ছবি মুক্তির সময় তেমন প্রচার-প্রচারণা হতো না। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে। সঠিক প্রচারণা ছাড়া এখন দর্শকের কাছে কনটেন্ট পৌঁছে দেওয়া কঠিন।

 

রায়হান রাফীর জন্মদিন ঘটা করে পালন করলেন। দুজনের বাস্তবজীবনের রসায়ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে গণমাধ্যমে। বিষয়টা নিয়ে কী বলবেন?

আমার বলার কিছু নেই। যারা এটাকে নিয়ে ঘটা করে মনের মাধুরী মিশিয়ে নিউজ করছেন, তারা সবাই আমার পরিচিত, কলিগও বলতে পারেন। দুঃখের বিষয়, একটা বারও আমার মন্তব্য নেওয়ার চেষ্টা করলেন না। রাফীর সঙ্গে আমার ব্যাক টু ব্যাক কাজ হচ্ছে। সেখান থেকেই বন্ধুত্ব। আমরা যদি কিছু করি তাহলে জানিয়েই করবএই কথাটা হাজারবার বলেছি। কেউ মানছেই না! কতবার বলেছি, আমার ফোকাস শুধু কাজে, প্রেমে নয়। সেটাও কেউ বুঝতে চাইছে না। আমি বিরক্ত। টোটালি বিরক্ত।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে ঈদের পঞ্চম দিন

শেয়ার
টিভিতে ঈদের পঞ্চম দিন
খালিদ, চ্যানেল আই

নাটক ও টেলিছবি

বিটিভি

নাটক [রাত ৯টা ৩০ মিনিট]

 

এটিএন বাংলা

নাটক লাব ট্রিপ [সকাল ৯টা] : পরিচালনা রুবেল হাসান। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর।

নাটক বন্ধু তুই আমার [বিকেল ৫টা ৪৫ মিনিট] : পরিচালনা বাবু সিদ্দিকী। অভিনয়ে তানভীর, জান্নাত মীম, হোসেন নিরব।

নাটক ছাত্রী পড়ানো নিষেধ [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : পরিচালনা আদিব হাসান। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি।

নাটক নিয়তি [রাত ৮টা ৪৫ মিনিট] : পরিচালনা শাহ মুহাম্মদ রাকিব। অভিনয়ে মুশফিক ফারহান, আইশা খান।

টেলিছবি আমি শুধু চেয়েছি তোমায় [রাত ১১টা] : পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে জোভান, তটিনী।

 

চ্যানেল আই

টেলিছবি ভাবিদের ঈদ [দুপুর ২টা ৩০ মিনিট] : পরিচালনা জুলফিকার ইসলাম শিশির। অভিনয়ে জাহের আলভী, তিথি, সেমন্তী সৌমি।

টেলিছবি খালিদ [বিকেল ৪টা ৩০ মিনিট] : পরিচালনা তানিম রহমান অংশু। অভিনয়ে জিয়াউল হক পলাশ, সাফা কবির, সায়রা জাহান।

নাটক তোমায় ছুঁয়ে [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : পরিচালনা শাহ মোহাম্মদ রাকিব। অভিনয়ে ইয়াশ রোহান, তানজিন তিশা।

নাটক ভাগাও ডটকম [রাত ৯টা ৩৫ মিনিট] : পরিচালনা আদিব হাসান।

অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা।

টিভিতে ঈদের পঞ্চম দিন

সুখের স্যুটকেস, এনটিভি

এনটিভি

নাটক রেডিমেট ঝামেলা [সকাল ৯টা] : রচনা পাপ্পু রাজ, পরিচালনা মুসাফির রনি। অভিনয়ে নিলয়, হিমি, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

টেলিছবি বীথি পরিবহন [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা অপূর্ণ রুবেল, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে পাভেল, মায়মুনা মম, শিবলী।

নাটক স্বপ্নচারিণী [সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট] : রচনা ও পরিচালনা পথিক সাধন। অভিনয়ে খায়রুল বাসার, রিয়া ঘোষ।

নাটক গ্রামের অতিথি [রাত ৯টা ১০] : রচনা পাপ্পু রাজ, পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে জাহের আলভী, অহনা রহমান।

নাটক সুখের স্যুটকেস [রাত ১১টা ৫ মিনিট] : রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি।

 

আরটিভি

নাটক দূরের দেখা [সন্ধ্যা ৭টা] : রচনা ও পরিচালনা নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে আব্দুন নূর সজল, আইশা খান।

নাটক হোসেনের গল্প [রাত ৮টা] : রচনা ও পরিচালনা ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, পাভেল।

নাটক পারিবারিক ভেজাল [রাত ৯টা ৩০ মিনিট] : রচনা মশিউর রহমান, পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি প্রমুখ।

নাটক লাস্ট নাইট [রাত ১১টা ৩০ মিনিট] : পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি।

 

বাংলাভিশন

টেলিছবি ফানিমুন ২ [দুপুর ২টা ১০ মিনিট] : রচনা ও পরিচালনা হাসিব হোসেন রাখি। অভিনয়ে নিলয় আলমগীর, সামিরা খান মাহি।

নাটক ভালোবাসার ক্যাকটাস [বিকেল ৫টা ৩০ মিনিট] : পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা।

নাটক যাদু [৭টা ৪০ মিনিট] : রচনা ও পরিচালনা ইমরান হাওলাদার। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী।

নাটক নয়নের কাজল [রাত ৯টা ২৫ মিনিট] : রচনা ও পরিচালনা তৌফিকুল ইসলাম। অভিনয়ে মুশফিক ফারহান ও তানিয়া বৃষ্টি।

নাটক গায়েবী প্রেম [রাত ১০টা ৪০ মিনিট] : রচনা জুয়েল এলিন, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

টিভিতে ঈদের পঞ্চম দিন

প্যারা আজমল, বৈশাখী

বৈশাখী

নাটক প্যারা আজমল [রাত ৮টা ১৫ মিনিট] : রচনা ও পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই।

নাটক কাম ফ্রম আফ্রিকা [রাত ৯টা ৫৫ মিনিট] : পরিচালনা আদিব হাসান। অভিনয়ে রাশেদ সীমান্ত, ফারজানা আহসান মিহি।

নাটক আমি মানুষ [রাত ১১টা ৪০ মিনিট] : রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনা রূপক বিন রউফ। অভিনয়ে আরফান আহমেদ, সাবেরী আলম, মৌটুসী বিশ্বাস, অলিউল হক রুমি।

 

মাছরাঙা

নাটক ইন্দ্রজাল [রাত ৮টা] : অভিনয়ে খায়রুল বাসার, সামিরা খান মাহি।

নাটক এআই লাভ [রাত ১০টা ২০ মিনিট] : অভিনয়ে তৌসিফ মাহবুব, পড়শী।

টেলিছবি লাইজু [রাত ১১টা ৩০ মিনিট] : অভিনয়ে মুশফিক ফারহান, সাদিয়া আয়মান।

 

দীপ্ত

নাটক হাসনাহেনার গন্ধ [সন্ধ্যা ৭টা] : পরিচালনা জামাল মল্লিক। অভিনয়ে সোহেল মণ্ডল, নাজিয়া হক অর্ষা।

নাটক আপন মানুষ [রাত ৮টা] : পরিচালনা তারেক রেজা সরকার। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি।

নাটক রহিম-রূপবান [রাত ১১টা ৫ মিনিট] : পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে আবু হুরায়রা তানভীর, আইশা খান।

চলচ্চিত্র

এটিএন বাংলা

আরো ভালোবাসবো তোমায় [সকাল ১০টা ২০ মিনিট] : অভিনয়ে শাকিব খান, পরীমনি, চম্পা। পরিচালনা এস এ হক অলিক।

 

চ্যানেল আই

ডেড বডি [সকাল ১০টা ১৫ মিনিট] : অভিনয়ে রোশান, মিষ্টি জাহান, ওমর সানী। পরিচালনা এমডি ইকবাল।

টিভিতে ঈদের পঞ্চম দিন

বাদশা-দ্য ডন, এনটিভি

এনটিভি

বাদশাদ্য ডন [সকাল ১০টা ৫ মিনিট] : অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস। পরিচালনা বাবা যাদব।

অগ্নি [বিকেল ৪টা ৩০ মিনিট] : অভিনয়ে মাহিয়া মাহি, আরিফিন শুভ, মিশা সওদাগর। পরিচালনা ইফতেখার চৌধুরী।

 

আরটিভি

লোকাল [সকাল ১০টা ১০ মিনিট] : অভিনয়ে আদর আজাদ, শবনম বুবলী। পরিচালনা সাইফ চন্দন।

 

বাংলাভিশন

ক্যাপ্টেন খান [সকাল ১০টা ১০ মিনিট] : অভিনয়ে শাকিব খান, শবনম বুবলী। পরিচালনা ওয়াজেদ আলী সুমন।

 

বৈশাখী

বউ শাশুড়ির যুদ্ধ [দুপুর ২টা ৩০ মিনিট] : অভিনয়ে ফেরদৌস, শাবনূর। পরিচালনা আজাদী হাসনাত ফিরোজ।

 

মাছরাঙা

পাষাণ [দুপুর ২টা ৩০ মিনিট] : অভিনয়ে ওম, বিদ্যা সিনহা মিম। পরিচালনা সৈকত নাসির।

টিভিতে ঈদের পঞ্চম দিন

প্রহেলিকা, দীপ্ত

দীপ্ত

প্রহেলিকা [সকাল ৯টা] : অভিনয়ে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান। পরিচালনা চয়নিকা চৌধুরী।

 

টিভিতে ঈদের পঞ্চম দিন

টিউন উইথ ঐশী, এটিএন বাংলা

গান

বিটিভি

ব্যান্ড শো [সকাল ১০টা]

দ্বৈত সংগীতের অনুষ্ঠান শুধু দুজনায় [রাত ১০টা] : গাইবেন নাসির, প্রিয়াংকা, পিয়াল হাসান, স্মরণ, রিজিয়া পারভীন, পলাশ, মুহিন খান, সুলতানা চৌধুরী মুমিন বিশ্বাস।

 

এটিএন বাংলা

টিউন উইথ ঐশী [রাত ১০টা ৩০ মিনিট] : গাইবেন ঐশী। উপস্থাপনায় শ্রাবণ্য তৌহিদা।

 

এনটিভি

তারুণ্যের গান : পেনোয়া [দুপুর ১টা ৩০ মিনিট] : উপস্থাপনা শান্তা জাহান। 

 

বৈশাখী

গানে গানে ঈদ আনন্দ [সকাল ১১টা] : গাইবেন ইথুন বাবু ও তাঁর দল।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
আরো খবর

এক সেলফিতে এত তারকা

শেয়ার
এক সেলফিতে এত তারকা
ভিভিকা আ. ফক্সের সেলফিতে তারকারা

সিনে দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন সিনেমাকন। প্রতিবছর অনুষ্ঠিত হয় সিনেমা হল মালিকদের এই মিলনমেলা। যেখানে হাজির হন সিনেমার নির্মাতা, প্রযোজক থেকে শুরু করে তাবৎ তারকারা। ৩১ মার্চ শুরু হয়ে গতকাল ইতি ঘটেছে চলতি বছরের সিনেমাকন-এ।

বরাবরের মতো ছিল জমজমাট। তবে একটি সেলফির মুহূর্ত আলাদা নজর কেড়েছে সবার। যেখানে পোজ দিয়েছেন হলিউডের একগুচ্ছ তারকা। এর মধ্যে রয়েছেন বেন অ্যাফ্লেক, ক্রিস হেমসওর্থ, হ্যালি বেরি, ক্রিস প্যাট, রায়ান গসলিং, অ্যান্ড্রু গারফিল্ডের মতো জনপ্রিয় অভিনেতারা।
বুধবার রাতে নিজেদের ছবির উপস্থাপনা নিয়ে হাজির হয় অ্যামাজন এমজিএম স্টুডিওস। প্রেজেন্টেশন শেষে অভিনেত্রী ও প্রযোজক ভিভিকা আ. ফক্স হাতে তুলে নেন সেলফি স্টিক। আর তাতে পোজ দেন উপস্থিত তারকারা। আয়োজনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইক হপকিনস জানান, ২০২৭ সাল নাগাদ তারা ১৫টি ছবি উপহার দেবেন।
সেসব ছবিতে দেখা যাবে সেলফির তারকাদের।

 

 

মন্তব্য

মস্কো উৎসবে নুরুজ্জামানের মাস্তুল

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
মস্কো উৎসবে নুরুজ্জামানের মাস্তুল

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছবি মাস্তুল। এবারের ৪৭তম আসরে মোহাম্মদ নুরুজ্জামানের ছবিটি প্রদর্শিত হবে। এর আগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের আদিম, ৪৫তম আসরে নূরুল আলম আতিকের পেয়ারার সুবাস এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের নির্বাণ প্রদর্শিত হয়। তারও আগে মোস্তফা সরয়ার ফারুকীর ডুবশনিবার বিকেলও প্রদর্শিত হয়েছিল।

এর মধ্যে আদিম দুটি বিভাগে এবং নির্বাণ একটি বিভাগে পুরস্কার অর্জন করে। এ বছর মস্কোতে চলচ্চিত্রের আসর বসতে যাচ্ছে ১৭ এপ্রিল থেকে।

 

 

মন্তব্য

মনে-প্রাণে নজরুলকে ধারণ করি

    নজরুলসংগীত শিল্পী হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন রাজিয়া সুলতানা মিশি। পাশাপাশি আধুনিক, ফোক, ইসলামী সংগীতেও অর্জন করেছেন সুনাম। মিশির সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
মনে-প্রাণে নজরুলকে ধারণ করি
রাজিয়া সুলতানা মিশি ছবি : সংগৃহীত

গত শতাব্দীতে মধ্যবিত্ত একটা বাড়িতে আর কিছু থাকুক না থাকুক অন্তত একটা হারমোনিয়াম থাকত। সপ্তাহের একটা দিন হলেও গান শেখানো হতো

 

নজরুলসংগীত শিল্পী হিসেবে আপনি এখন প্রতিষ্ঠিত। শুরুটা কিভাবে?

আমার ছোটবেলা কেটেছে ময়মনসিংহে। তটিনী খেলাঘরেই আমার সংগীতে হাতে খড়ি।

মাঝখানে কিছুটা সময় পড়াশোনার কারণে ধীর গতি ছিল। এরপর ঢাকায় ছায়ানটে ভর্তি হই। সেখানে সূচনা সংগীত, প্রবেশ সংগীত ও নিবিড় প্রশিক্ষণতিনটা কোর্সই সম্পন্ন করি। শাস্ত্রীয় সংগীতেও তালিম নিয়েছি।
এখন তো কবি নজরুল ইনস্টিটিউটে উচ্চতর ডিপ্লোমা করছি। সংগীত জীবনে আমি খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, ড. লীনা তাপসী খান, শাহীন সামাদ, সুমন মজুমদার, ওস্তাদ সালাউদ্দীন আহমেদ, ওস্তাদ ইয়াকুব আলীর সান্নিধ্য পেয়েছি। শাস্ত্রীয় সংগীতে ড. এফ এম রেজওয়ান আলী, ড. প্রিয়াংকা গোপ ও অনিল কুমার সাহার কাছে তালিম নিয়েছি। এই যে এক জীবনে এত গুণী সংগীতজ্ঞদের স্নেহ পেয়েছি, তাঁদের কাছে শিখেছিএরপর আমাকে আর পেছনে তাকাতে হয়নি।
এখন নজরুল বিষয়ক কোনো অনুষ্ঠান হলে আমাকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি অন্যান্য গণ মাধ্যমও আমাকে গান পরিবেশনের জন্য ডাকে। সত্যিই আমি গর্বিত।

 

আপনি তো আধুনিক, ফোকসহ অন্যান্য গানেও পারদর্শী। তার পরও নজরুল সংগীতকে পেশা হিসেবে নিলেন কেন?

ছোটবেলা থেকেই মনে-প্রাণে নজরুলকে আমি ধারণ করি।

তিনি সাম্যের কবি, তিনি প্রেম, দ্রোহের কবি। এমন কোনো বিষয় নেই, যেটা নিয়ে তিনি লেখেননি। নজরুলসংগীতে তিনি প্রেম, বিদ্রোহ, সাম্যসবই ফুটিয়ে তুলেছেন। একটা রোমান্টিক গান গাইতে মন চাইলে নজরুল সংগীতে আছে, দেশের গান গাইতে চাইলে সেটাও আছে। তাহলে আলাদা করে অন্য গান ধারণ করার তো প্রয়োজন নেই। তার পরও আমি কয়েকটি মৌলিক গান গেয়েছি। কয়েকটি দ্বৈত গানও প্রকাশিত হবে শিগগির।

 

এখনকার তরুণ প্রজন্ম নজরুল বা রবীন্দ্রসংগীত থেকে দূরে সরে যাচ্ছে বলে অনেকে মনে করেন। আপনার কী মনে হয়?

এটা লক্ষ্য করেছি। আমরা বিষয়টা নিয়ে কাজও করছি। আসলে প্রচার বাড়াতে হবে। গত শতাব্দীতে মধ্যবিত্ত একটা বাড়িতে আর কিছু থাকুক না থাকুক অন্তত একটা হারমোনিয়াম থাকত। সপ্তাহের একটা দিন হলেও গান শেখানো হতো। আর গান শেখানো মানেই নজরুলসংগীত বা রবীন্দ্রসংগীত। এখন এই বিষয়টা নেই বললেই চলে। খেয়াল করলে দেখবেন, এখন বাচ্চারা ছোটবেলা থেকেই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। মা-বাবা সঠিকভাবে সাংস্কৃতিক চর্চাটা করাতে পারছেন কী? পারিবারিকভাবে বাচ্চাদের আগে আমাদের সাংস্কৃতিক, ঐতিহ্য সম্পর্কে শেখাতে হবে। নইলে আগামীতে আরো বেশি অস্থির জেনারেশন তৈরি হবে। কোনো কিছুই আর নিয়ন্ত্রণে থাকবে না।

 

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় চ্যানেলগুলোতে আপনাকে নিয়মিত গাইতে দেখা যায়। এই ব্যস্ততা তৈরি হলো কিভাবে?

এটা এমনিতেই হয়ে গেছে। সাধারণত বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে গাওয়ার পর বিভিন্ন বেসরকারি টেলিভিশনগুলো ডাকতে শুরু করে। এমনও হয়েছে একটা চ্যানেলে গেয়েছি, পরের দিন আরেকটা চ্যানেল থেকে ফোন পেয়েছি, তারা ওই চ্যানেলে আমার গান শুনেই ডেকেছে। তা ছাড়া আমি বাঁশরীতে গান করি। তারা আমাকে খুব পছন্দ করে। বিভিন্ন জায়গায় তারাও রেফার করে। নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন প্রগ্রামেও আমাকে গাইতে বলা হয়। এখন দেখা যায়, প্রতিদিনই কোনো কোনো অনুষ্ঠানে গাইতে হচ্ছে।

 

আপনি তো মডেলিংও করেন। অভিনয়ে নিয়মিত হবেন কী?

এর মধ্যে দেশের তিনটি বড় ব্রান্ডের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। এটা আমার শখ। তবে অভিনয়ের বিষয়টা এখনো ভাবিনি। যদি প্রস্তাব আসে ভেবে দেখব। তবে অবশ্যই আমার রুচী ও আদর্শের সঙ্গে যেতে হবে।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ