আরটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘গোলমাল’। প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, নাদিয়া খানম, প্রাণ রায়, আজিজুল হাকিম প্রমুখ।
ওয়ান্ডারস অব তুর্কি
বিবিসি নিউজে আজ দুপুর ১টা ৫৫ মিনিটে রয়েছে ভ্রমণ ও ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান ‘ওয়ান্ডারস অব তুর্কি’। ইউরোপ-এশিয়ার মধ্যবর্তী দেশ তুরস্কের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান ও স্থাপনার গল্প তুলে ধরা হবে এতে। সঞ্চালনায় ইতিহাসবিদ বেটানি হিউজ।