ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

কবিতা থেকে গান বেঁধেছেন তাঁরা

  • কবিতা থেকে গান করার প্রচলন নতুন নয়। যুগ যুগ ধরে এই প্রয়াস অব্যাহত রয়েছে। যদিও গানের সমুদ্রে এর সংখ্যাটা নিতান্তই কম। তবু অনেকে এই সময়েও কবিতা থেকে গান বাঁধার কঠিন কাজটি করে যাচ্ছেন। আজ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে তেমনই কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে লিখেছেন কামরুল ইসলাম
শেয়ার
কবিতা থেকে গান বেঁধেছেন তাঁরা
লুৎফর হাসান, ইমন চৌধুরী, আহমেদ হাসান সানি, নাহিদ হাসান

কবিতা থেকে গান করার প্রচলন ঠিক কবে শুরু হয়েছে, তা স্পষ্ট করে বলা মুশকিল। তবে সফল গান হিসেবে ধরতে গেলে ভাষা আন্দোলনের কথাই আগে সামনে আসে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে শহীদ হয়েছিলেন বেশ কয়েকজন তরুণ। তাঁদের স্মরণে কবিতা লিখলেন সে সময়ের ঢাকা কলেজের ছাত্র কবি আবদুল গাফ্ফার চৌধুরী।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কবিতাটিতে সুর দেন আবদুল লতিফ। এরপর গানটি বিভিন্ন অনুষ্ঠানে গাইতে শুরু করেন শিল্পীরা। অবশ্য ১৯৫৪ সালে এই গানে নতুনভাবে সুরারোপ করেন আলতাফ মাহমুদ। এটিই পরে অধিক জনপ্রিয়তা লাভ করে।

সেই থেকে কবিতা আর গান বিভিন্ন সময়ে মিলেমিশে একাকার হয়েছে। ছুঁয়েছে মানুষের হৃদয়, ছড়িয়ে গেছে শহর থেকে গ্রামে। কখনো কবিতার এক-দুটি লাইন হয়ে উঠেছে গানের মূল আকর্ষণ, আবার কখনো পুরো কবিতাকে গানে রূপ দিয়েছেন শিল্পীরা। নগর বাউল জেমসের গাওয়া অন্যতম জনপ্রিয় গান তারায় তারায়

এটি মূলত কবি শামসুর রাহমানের উত্তর কবিতা থেকে অনুপ্রাণিত। প্রতিবাদের গান হিসেবে কারার ঐ লৌহ কপাট সবার প্রিয়। এটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। প্রথমে কবির ভাঙার গান কাব্যগ্রন্থে কবিতাটি প্রকাশিত হয়েছিল। পরে এটিতে সুর দেন কবি নিজেই।
কালের পরিক্রমায় এটি অনেক শিল্পীর কণ্ঠে প্রবাহিত হয়েছে।

একবিংশ শতকের অনেক শিল্পী কবিতা থেকে গান করেছেন, এখনো করে যাচ্ছেন। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা সিরিজ খুঁটিনাটি খুনশুটি। এর ১৭তম কবিতাকে গানে রূপান্তর করেছেন মেহেদী হাসান নীল। ২০১৫ সালে নিজের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করেন তিনি। এখনো আলো আসে, জানালা খোলা রাখি/পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি/-গানটি শ্রোতামহলে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।  

কবিতা থেকে গানের দুঃসাহসিক কাজ করেছেন আহমেদ হাসান সানি। ক্যারিয়ারের প্রথম অ্যালবাম থেকেই কবিতাকে গানে রূপ দিয়ে আসছেন তিনি। ২০১৬ সালে আসে তাঁর প্রথম অ্যালবাম মুক্তাঞ্চল। সেখানে তিনি জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায় ও আহমদ ছফার মতো গুণীদের কবিতায় সুর দিয়েছেন। এর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ছফার লেখা কে আর বাজাতে পারে ও শক্তির আনন্দ ভৈরবী। পরবর্তী সময়েও কবিতা নিয়ে গান করেছেন সানি। ২০২২-এ হাতিরপুল সেশনস থেকে প্রকাশিত হয় সানির শহরের দুইটা গান। এগুলোর কথা নেওয়া হয়েছে আল মাহমুদের আর আসব না বলে ও মুয়ীয মাহফুজের ঝরুক সন্ধ্যা কদম্বতলে কবিতা থেকে। বর্তমানে কবি হাসান রোবায়েতের একটি কবিতাকে গানে রূপান্তরের কাজ করছেন এ শিল্পী।

কবি হেলাল হাফিজের কালজয়ী কবিতা প্রস্থান একাধিক শিল্পীর সুরে প্রকাশ্যে এসেছে। ২০১৯-এ কবিতাটি গানে রূপান্তর করেছিলেন জাহিদ তানসেন। তবে জনপ্রিয়তা পায় তানজীর তুহিনের কণ্ঠে, ইমন চৌধুরীর সুরে। এটি প্রকাশিত হয় ২০২২ সালে। পল্লীকবি জসীমউদ্দীনের ফুল নেয়া ভালো নয় মেয়ে কবিতা থেকেও গান করেছেন ইমন। এটি গেয়েছেন তিনি নিজেই।

সংগীতশিল্পী লুৎফর হাসান নিজেও সাহিত্যিক। কবিতা, গল্প, উপন্যাস সবেতেই তাঁর বিচরণ। অন্যের কবিতা থেকে তিনিও গান করেছেন। নির্মলেন্দু গুণের সংসার, কবি আল মাহমুদের পাখি, আবু হাসান শাহরিয়ারের বালিকা আশ্রম, সোমেশ্বর অলির ঘুড়ি আলফ্রেড খোকনের মেঘরাষ্ট্র, টোকন ঠাকুরের মানুষ, মারজুক রাসেলের ঠিকানা কবিতাগুলো থেকে গান করেছেন লুত্ফর। 

এ সময়ের সংগীতশিল্পী নাহিদ হাসানও কবিতাপ্রিয় মানুষ। ২০২২-এ কামরুল ইসলামের কবিতা বিনায়ককে গানে রূপ দিয়ে প্রকাশ করেছেন তিনি। পরের বছর কবি রাকিবুল হায়দারের শুনতে পাই কবিতাকে নিয়ে আসেন গানের উদ্যানে। একই কবির আরেকটি কবিতা নিয়ে বর্তমানে কাজ করছেন শিল্পী।

এ ছাড়া আরো অনেকেই কবিতা থেকে গান করেছেন। কবি নির্মলেন্দু গুণের পুরো মানুষের গান কবিতায় সুরারোপ করেছেন বেলাল খান। গেয়েছেনও তিনি। গানটি ব্যবহৃত হয়েছে সোহেল রানা বয়াতির নয়া মানুষ ছবিতে। অভিনেতা, লেখক আফজাল হোসেনের কবিতা কবে ও কীভাবে থেকে গান করেছেন তানভীর তারেক। এটি প্রকাশিত হয়েছে গত বছর। ব্যান্ড মেট্রোলাইফ গত বছর প্রকাশ করেছে খতিয়ান। গানটি একই শিরোনামে লেখা রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা থেকে তৈরি করেছেন তাঁরা।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

এক নাটকে মেহজাবীনের ঈদ

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
এক নাটকে মেহজাবীনের ঈদ

শোবিজের অন্যতম বড় তারকা মেহজাবীন চৌধুরী। ঈদ উৎসবে তাঁর নতুন কাজ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। এই ঈদের জন্য আলাদা করে কোনো কাজ করেননি অভিনেত্রী। তবে ঈদে তাঁকে পাওয়া যাবে বেস্ট ফ্রেন্ড ২.০ নাটকে।

প্রবীর রায় চৌধুরীর এ নাটক মূলত ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছিল। তবে মুক্তি পিছিয়ে ঈদে স্থানান্তর করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। নাটকটিতে মেহজাবীনের সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। এটি বেস্ট ফ্রেন্ড সিরিজের চতুর্থ কিস্তি।
প্রথমটি এসেছিল ২০১৮ সালে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

স্কাই ফোর্স

শেয়ার
স্কাই ফোর্স
‘স্কাই ফোর্স’ ছবির দৃশ্য

১৯৬৫ সালের ইন্দো-পাক যুদ্ধে পাকিস্তানের সারগোধা বিমান ঘাঁটিতে এয়ার স্ট্রাই করে ভারতীয় বিমানবাহিনী। সেই ঘটনা নিয়ে নির্মিত স্কাই ফোর্স মুক্তি পেয়েছিল জানুয়ারিতে। বক্স অফিসে ছবিটি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গতকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে অ্যাকশন-থ্রিলারটি।

অভিনয়ে অক্সয় কুমার, সারা আলী খান, নিমরত কৌর, বীর পাহারিয়া প্রমুখ।

 

 

মন্তব্য
চলচ্চিত্র

তবুও ভালোবাসি

শেয়ার
তবুও ভালোবাসি
‘তবুও ভালোবাসি’ ছবিতে বাপ্পী ও মাহিয়া মাহি

অভিনয়ে বাপ্পী, মাহিয়া মাহি, দিতি। পরিচালনা মনতাজুর রহমান আকবর। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : সৎ ও প্রতিবাদী যুবক সংগ্রাম।

পড়াশোনা শেষ করে বাবার ব্যবসার দায়িত্ব নেবে। এর আগে বন্ধুর বিয়ের দাওয়াতে যায় গাজীপুর। সেখানে পরিচয় হয় চঞ্চল মেয়ে সুনয়নার সঙ্গে। সুনয়নার প্রেমে পড়ে সংগ্রাম; কিন্তু তার বাবার ভয়ে বলতে পারে না।
সুনয়নার বাবা অসুস্থ হয়। তাকে চিকিৎসা করাতে হরতালের মধ্যেও ছুটে যায় সংগ্রাম। বিরোধে জড়িয়ে পড়ে সন্ত্রাসী লালের সঙ্গে।

 

 

মন্তব্য

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘পরকাল’ ধারাবাহিকের দৃশ্য

পরকাল

রমজানের বিশেষ ধারাবাহিক নাটক পরকাল। চাঁদরাত পর্যন্ত বৈশাখী টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আব্দুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ প্রমুখ।

 

দ্য বলকানস

বিবিসি নিউজে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে দ্য বলকানস। ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার একটি দূরবর্তী অঞ্চলে পৌঁছেছে বিবিস টিম। যেটা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণে এখানকার মানুষ ছুটছে ইউরোপের অন্যান্য দেশে।

ক্রোয়েশিয়ার এ জনশূন্য অঞ্চল নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ