জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম ও নাজমুন মুনিরা ন্যানিস ২০১২ সালে নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিতে ‘চাঁদ যেমন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের।
দীর্ঘ ১৩ বছর পর এবার কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ছবিতে গেয়েছেন তাঁরা। ‘মায়া মায়া লাগে’ গানটির একটা অংশ এরই মধ্যে ট্রেলারে প্রকাশিত হয়েছে।