<p>দুটি পাতা একটি কুঁড়ির জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে চা-বাগান। দৈনিক ন্যূনতম মজুরিতে কাজ করে চা শ্রমিকরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারেন না। তাঁদের দিন কাটে অর্ধাহারে-অনাহারে।  নারীদের অবস্থা আরো শোচনীয়। পারিবারিক কাজকর্ম ও সন্তান লালন-পালন করতে গিয়ে তাঁরা অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। চা-বাগানগুলো দুর্গম এলাকায় অবস্থিত বলে তাঁরা সর্বক্ষেত্রে অবহেলিত। এই অবহেলিত জনগোষ্ঠীর ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বসুন্ধরা শুভসংঘ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ চা শ্রমিকদের কিশোরী মেয়েদের জন্য সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং প্রশিক্ষণ শেষে তাদের সেলাই মেশিন দিয়েছে। প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রাপ্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা শুধু নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং তাদের পরিবারের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে দরিদ্র নারীদের কার্যকর অংশগ্রহণ পরোক্ষভাবে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে। এমন মহৎ কাজ বসুন্ধরা গ্রুপের দ্বারাই সম্ভব। আর বসুন্ধরা শুভসংঘ সারা দেশের সর্ববৃহৎ একটি সামাজিক সংগঠন, যার নেতৃত্বে আছেন প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তার নেতৃত্বে বসুন্ধরা শুভসংঘ টিম সারা দেশেই অতিদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।</p> <p>বাংলাদেশের বৃহৎ শিল্প হচ্ছে তৈরি পোশাক খাত। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বৈদেশিক মুদ্রার ৮০ শতাংশ আসে এই খাত থেকে। ৫০ লাখেরও বেশি শ্রমিক এই পোশাকশিল্পে কাজ করেন, যার ৮০ শতাংশ নারী। সেলাই হচ্ছে এই শিল্পের মূল কাজ। অভাবী ও অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দেশের এই বৃহৎ শিল্পের ভবিষ্যৎ কাণ্ডারি তৈরি করছে। সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা গ্রুপ দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখছে। বিনা মূল্যে চক্ষু শিবির, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, অভাবগ্রস্তদের খাদ্যসামগ্রী প্রদান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে বসুন্ধরা গ্রুপ আর্তমানবতার সেবায় নিয়োজিত। মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে Best CSR Conglomerate group award অর্জন করেছে বসুন্ধরা গ্রুপ।</p> <p>বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় বসুন্ধরা শুভসংঘের কর্মপরিধি আরো বিস্তৃত হোক এবং জয় হোক মানবতার।</p> <p> </p> <p> </p> <p> </p>