শুধু সিয়াম সাধনাই নয়, রমজান মানবতার আলো ছড়ানোরও মাস। পবিত্র এই মাসে বসুন্ধরা শুভসংঘ নানা সহায়তা নিয়ে ছুটে গেছে সুবিধাবঞ্চিত মানুষের পাশে। ভালোবাসার পরশ বুলিয়ে দিয়েছে তাদের মাঝে। রোজাদারদের জন্য ইফতারি ও সাহরি বিতরণ, দুস্থ পরিবারে খাদ্য সহায়তা, শিশুদের জন্য বিশেষ উপহার—সব মিলিয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতিটি উদ্যোগই ছিল মমতায় মোড়ানো।
নতুন পোশাক পেয়ে পথশিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনি অসহায় পরিবারের সদস্যরা ঈদ উপহারে খুঁজে পেয়েছে ভালো থাকার অনুপ্রেরণা। ঈদের দিনেও থেমে থাকেনি বসুন্ধরা শুভসংঘের সহায়তা কার্যক্রম। পথশিশু ও অসহায়দের জন্য আয়োজন করা হয় ঈদ আনন্দ উৎসবের, যেখানে নতুন জামা ও মিষ্টি বিতরণের মাধ্যমে ভালোবাসায় ভরে ওঠে চারপাশ। সমাজের প্রতিটি স্তরে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করেছেন। সারা দেশের বিভিন্ন জেলায় বসুন্ধরা শুভসংঘ পরিচালিত পুরো মাসের কার্যক্রমের তথ্য ও ছবিসহ বিস্তারিত তুলে ধরেছেন শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব

নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রাজধানীর মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ঈদ মেহেদি উৎসব’ আয়োজন করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে কোমলমতি মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কুমিল্লায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অসচ্ছল নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

চাঁদপুরে মাদরাসার কোমলমতি শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কুলাউড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি শাখার আয়োজনে শ্রমজীবীদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।