দারুণ অর্জনে চলতি বছর শেষ করতে করতে যাচ্ছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মতো প্রভাবশালী দলের বিপক্ষে তাদের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি একদম টাটকা। এই সংস্করণে দুবারের বিশ্বকাপজয়ী দলকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে আজ দুই ধাপে দেশে ফিরবেন ১২ জন ক্রিকেটার। বাকিরা ফিরবেন আগামীকাল।
লিটনদের দাওয়াই মানসিক শান্তি
ক্রীড়া প্রতিবেদক

এসব নিয়ে যাঁর সবচেয়ে বেশি ভাবনার কথা, তিনিই অবশ্য নির্ভার। সদ্যঃসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, মানসিক শান্তিই এই রোগ থেকে সুস্থ হওয়ার একমাত্র ওষুধ। সফর শেষে এভাবেই তুলে ধরলেন নিজের ভাবনা, ‘ব্যাটিংটা নিয়ে আমি মনে করি এত চিন্তা করতে হবে না।
গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরে জাকের আলী, মাহমুদ উল্লাহ ছাড়া আর কোনো ব্যাটার সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। লিটন দাস, মাহমুদুল হাসান, মমিনুল হকরা ব্যর্থতার বৃত্ত ভাঙতে ব্যর্থ হয়েছেন।
ক্যাবিয়ীর সফরের তিন সংস্করণে আট ম্যাচে চারটি জয় বাংলাদেশের।
২০২৩ সালে এক হাজার ১১৫ রান করা লিটন এবার ১৭ গড়ে থামছেন মাত্র ৭০৯ রানে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ১০ ইনিংসে একটি ফিফটিও পাননি তিনি। সাদা বলের দুই সংস্করণের ছয় ইনিংসে মাত্র ২৩ রান করেন তিনি। তবে এই উইকেটরক্ষক-ব্যাটারের প্রতি আস্থা আছে সালাউদ্দিনের, ‘যেকোনো ব্যাটারের খারাপ সময় আসতেই পারে। সে আমাদের বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার যেকোনো ফরম্যাটেই বলেন। এটা খুব বেশি চিন্তা করারও বিষয় নয়, আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত নই।’
দুঃসময়ে দুয়ো না শুনে বরং কোচদের সমর্থনই পাচ্ছেন ব্যাটাররা। এখান থেকে মানসিক শান্তি খুঁজবেন লিটন-তানজিদরা?
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।