মাঠের লড়াইয়ে

শেয়ার
মাঠের লড়াইয়ে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববন্ধন বাড়াতে শুরু হচ্ছে ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ ট্রফি ২০২৫। গতকাল রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আসরে অংশ নিচ্ছে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়। খেলা হবে তিনটি মাঠে—বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠ, মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি মাঠ ও সিলিকন সিটি একাডেমি মাঠ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি সানের নির্বাহী পরিচালক তাসবিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ আরো অনেকে। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান, প্রথম টি-টোয়েন্টি

সরাসরি, সকাল ৭-১৫ মিনিট, টেন  ৫

ফুটবল

লা লিগা, অ্যাতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা

সরাসরি, রাত ২টা, জিও সিনেমা

ইপিএল, আর্সেনাল-চেলসি

সরাসরি, রাত ৭-৩০ মিনিট, সিলেক্ট ১

লিস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড

সরাসরি, রাত ১টা, সিলেক্ট ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

পারটেক্স স্পোর্টিং-গুলশান স্পোর্টিং ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

গোলোৎসব চলছে মেয়েদের হকিতে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
গোলোৎসব চলছে মেয়েদের হকিতে

মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে গোলোৎসব চলছেই। গতকাল রংপুর জেলা দলকে ১৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। চারটি করে গোল করেছেন অর্পিতা পাল ও কনা আক্তার। তিন গোল এসেছে তাসফিহা জান্নাতের স্টিক থেকে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচ ছাড়াও গতকাল হয়েছে আরো তিনটি ম্যাচ। বিএএফ মাঠে ঠাকুরগাঁওকে ৫-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ জেলা। দুটি করে গোল ফারদিয়া আক্তার ও প্রিতু সেনের। আগের ম্যাচেই গোলোৎসব করা ঠাকুরগাঁও কাল ছন্দ খুঁজে পায়নি।

এদিকে চট্টগ্রামের বিপক্ষে ৬-০ ব্যবধানে জিতে ধারাবাহিকতা ধরে রেখেছে যশোর জেলা। জোড়া গোল করেছেন সোনিয়া খাতুন ও প্রিয়া খাতুন। পটুয়াখালীকে ২-০ গোলে হারিয়েছে দিনাজপুর জেলা। জোড়া গোলে জয়ের নায়ক প্রিয়ন্তি মদক।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বাংলাদেশের সোনা জয়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশের সোনা জয়
স্পেশাল অলিম্পিকে ফ্লোর বলে সোনা জয়ের পর বাংলাদেশের মেয়েদের মুখে হাসি। ছবি : সংগৃহীত

ইতালির তুরিন শহরে চলমান শীতকালীন স্পেশাল অলিম্পিকস গেমসে ফ্লোর বল ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ নারী দল। গতকাল ইউক্রেনকে হারিয়েছে ৪-২ গোলে। ফাইনালে বাংলাদেশ দলের হয়ে একটি করে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। খেলায় দুই দলের মধ্যে সমান তালে লড়াই হয়েছে।

তবে শেষ হাসি হেসেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে দুই ধরনের অলিম্পিকস গেমস হয়। যাঁরা শারীরিক প্রতিবন্ধী, তাঁরা প্যারা অলিম্পিকস আর যাঁরা বুদ্ধিপ্রতিবন্ধী তাঁরা স্পেশাল অলিম্পিকসে অংশগ্রহণ করে থাকেন। ১০২টি দেশের তিন হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নিয়েছেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ