<p> ২০৯ জন রোহিঙ্গা মুসলমানকে নাগরিকত্ব দিয়েছে মিয়ানমার সরকার। দেশটিতে থাকা ১০ লাখ রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ার প্রথম পর্যায়ে গত সোমবার এই ২০৯ জনকে নাগরিকত্ব দেওয়া হয়। মিয়ানমার সরকারের অভিবাসন বিভাগের এক কর্মকর্তা জানান, মেবন অভিবাসী ক্যাম্পের আরো এক হাজার ৯৪ জন রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ার জন্য যাচাই-বাছাই করা হচ্ছে।</p> <p> যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তারা কামান মুসলিম আদিবাসী সম্প্রদায়ের নাগরিক বলে জানা গেছে। এর আগে বছরের পর বছর ধরে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব চাইলেও তাদের সে দাবি পূরণে অস্বীকৃতি জানিয়েছিল মিয়ানমার সরকার। এমনকি সম্প্রতি করা ভোটার তালিকা থেকেও তাদের বাদ দেওয়া হয়েছিল। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অনেক দিন ধরেই 'বাঙালি' হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে আসছে।</p> <p> ২০১২ সালে রাখাইন প্রদেশে বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর 'সন্ধি' প্রক্রিয়ার অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে। সংঘর্ষে প্রায় দেড় লাখ রোহিঙ্গা মুসলমান রাখাইন প্রদেশ ছেড়ে পালিয়ে যায়। উত্তেজনা দমাতে রোহিঙ্গা ও রাখাইন সশস্ত্র দলগুলোর সঙ্গে সরকারি মধ্যস্থতায় আলোচনা চলছে। যদিও সরকারি পক্ষে প্রধান সমন্বয়কারী সম্প্রতি দাবি করেছেন, সন্ধি প্রক্রিয়া সংকটপূর্ণ অবস্থা অতিক্রম করছে। সূত্র : রয়টার্স, হিন্দুস্তান টাইমস।</p> <p>  </p> <p>  </p>