<p> গতকাল রবিবার সকাল থেকেই আয়োজন চলছিল পরদিন চাচাতো ভাই কমলের বউ ভাতের। ছয় বছরের দীপ্ত আলমারিতে নতুন জামা রেখেছিল ওইদিন পরবে বলে। অন্য শিশুদের সঙ্গে রঙ খেলায় মেতেও উঠেছিল সে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনের সড়কে সাথীদের সঙ্গে ব্যাটারি চালিত চলন্ত ইজিবাইকে ঝোলার চেষ্টা করে হাত ফসকে যায় তার। তখনই দ্রুত বেগে আসা অন্য একটি যাত্রীবাহী ইজিবাইক তাকে চাপা দেয়।<br /> <br /> গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় তার। আজ সোমবার বউভাতের আয়োজনে সবাই রয়েছে- নেই শুধু দীপ্ত। একদিকে মা রিতা'র আহাজারি অন্যদিকে বউভাতের আয়োজন এ যেন 'হরিষে বিষাদ'।<br /> <br /> নিহত দীপ্ত'র বাড়ি নান্দাইল উপজেলার চণ্ডীপাশা এলাকায়। বাবার নাম মৃত দীপক চন্দ্র ভদ্র। চাচা অসিত চন্দ্র ভদ্র জানান,বাড়ির সামনে নান্দাইল-আঠারবাড়ি সড়কে গত রবিবার বিকেলে তার ভাতিজা সবার অজান্তে  খেলার সাথীদের নিয়ে অটোরিকশার পেছনে ঝোলার চেষ্টা করে হাত ফসকে সড়কে পড়ে যায়।  থানা পুলিশকে না জানিয়ে রবিবার রাতেই তার লাশের সত্কার করা হয়।<br />  </p>