এইচআইভি ব্যবস্থাপনা

আট যন্ত্রের চারটিই অচল

  • সংবাদ সম্মেলন ডেকেও এলেন না স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আট যন্ত্রের চারটিই অচল

তিন বছর আগে দেশের আটটি চিকিৎসা ও গবেষণা কেন্দ্রে স্থাপন করা হয়েছে আটটি সিডি-৪ কাউন্টার মেশিন। এইচআইভি পজিটিভ আক্রান্তদের চিকিৎসাকালে ভাইরাসের মাত্রা নিরূপণে সর্বাধুনিক প্রযুক্তির এ যন্ত্রগুলোর মধ্যে চারটি অচল হয়ে পড়ে আছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন ডেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বেগম রওশন এরশাদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি।

তাঁর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন। এ সময় মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সচিব প্রথমে বলেন, 'তিনি জরুরি কাজে ব্যস্ত থাকায় দুঃখ প্রকাশ করেছেন।' পরে আবার তিনি বলেন, 'নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি।' এ সময় অতিরিক্ত সচিব জিল্লার রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার মো, সেফায়েত উল্লাহ, জাতীয় এইডস কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. আব্দুল ওয়াহিদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে গতকালের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বলা হয়, ওয়ার্ল্ড এইডস ক্যাম্পেইন ও তাদের সহযোগী সংস্থাগুলো কর্তৃক ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে 'শূন্য লক্ষ্যমাত্রা অর্জন'।

স্বাস্থ্যসচিব জানান, বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার এখনো কম। ২০১২ সালের তথ্যমতে, বাংলাদেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮৭১।

দেশে এইচআইভি সংক্রমণের এই নিম্নমাত্রা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (আইসিএএপি) বা আইক্যাপ-১১-এর সমাপনী অধিবেশনে বাংলাদেশকে পরবর্তী আইক্যাপ-১২ আয়োজকের দেশ হিসেবে মনোনীত করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের মুখে জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির পরিচালক ডা. আবদুল ওয়াহিদ বলেন, 'দেশে এইচআইভি-এইডস রোগের চিকিৎসা সুবিধার দিক বিবেচনা করেই আটটি সিডি-৪ কাউন্টার মেশিন কেনা হয়। এর মধ্যে চারটি সচল আছে। বাকিগুলো চালুর চেষ্টা চলছে।

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বেনজীর ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে আরো ১ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বেনজীর ও তাঁর স্ত্রী-কন্যার বিরুদ্ধে আরো ১ মামলা

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ও তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে আরো একটি মামলা করেছে দুদক। গতকাল সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, আসামি বেনজীর আহমেদ তাঁর স্ত্রী ও দুই মেয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন করে অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন।

মন্তব্য

জেল থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জেল থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. স্বপন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এটিইউয়ের পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহান জানান, ২০১৫ সালে কর্মস্থলে সহকর্মী জুয়েল রানাকে কুপিয়ে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেন স্বপন। এ ঘটনায় কদমতলী থানায় মামলা করা হয়।

বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ওই মামলায় গ্রেপ্তার হয়ে স্বপন কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর কারাগার থেকে পালিয়ে আত্মগোপন করেন স্বপন।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
সিলেট এমসি কলেজে শিক্ষার্থীদের ওপর শিবিরের হামলার প্রতিবাদে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : কালের কণ্ঠ

সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর ওপর ছাত্রশিবিরের হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের ভিসি চত্বর হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, বাংলাদেশে সহিংসতার রাজনীতি আর হবে না। সবার ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে প্রতিটি ক্যাম্পাসে ছাত্ররাজনীতির রূপরেখা প্রণয়ন করতে হবে।

সহিংসতার ছাত্ররাজনীতি দূর করে শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি করতে হবে। শিবির বা ছাত্রদল যদি পুনরায় সহিংসতা তৈরির চেষ্টা করে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রতিহত করবে।

মন্তব্য

৬৬৫ ফিলিস্তিনির লাশ আটকে রাখল ইসরায়েল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
৬৬৫ ফিলিস্তিনির লাশ আটকে রাখল ইসরায়েল

ফিলিস্তিনি বন্দিদের মরদেহ গ্রহণ কর্মসূচির কর্মকর্তারা বলেছেন, দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লাশ আটকে রাখার নীতি এখনো অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল অন্তত ৬৬৫ জন ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে। এমনকি এর মধ্যে ৬০ ও ৭০-এর দশকের লাশও আছে। এই তালিকায় রয়েছে সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিরাও।

বিবৃতিতে বলা হয়েছে, লাশগুলো মাকাবিরুল আরকামসাল্লাজাতুল ইহতেলাল নামের দুটি কবরস্থানে দাফন করা হয়েছে। এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করছে এবং স্বজনকে সসম্মানে দাফন থেকে বঞ্চিত করছে। প্রসঙ্গত, মাকাবিরুল আরকাম হলো এমন কবরস্থান, যেখানে ফিলিস্তিনি ও আরবদের লাশগুলো অবিন্যস্তভাবে দাফন করে রাখা হয়েছে। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সর্বশেষ সংবাদ