তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি— এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয়

ঢাবি প্রতিনিধি
ঢাবি প্রতিনিধি
শেয়ার
তারেক রহমান প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া রাষ্ট্রপতি— এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয়
ছবি : কালের কণ্ঠ

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন— এটি বিএনপির দলীয় সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

রুহুল কবির রিজভী বলেন, আমাদের কিছু কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বক্তব্যে বলছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন। এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে।

কিন্তু এটি আমাদের দলের অবস্থান নয়।

জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্য একটি অবাধ, সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদ এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের অংশগ্রহণ করা উচিত নয়। বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে।

 

গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন, এটি নিয়ে বিতর্ক তৈরি করে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। 

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি যেমন দুঃখের দিন, তেমনি অন্যদিকে প্রেরণা ও গৌরবের দিন। কারণ, ৫২-এর ২১ ফেব্রুয়ারির আন্দোলনের সোপান বেয়েই এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে, আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি৷ 

আরো পড়ুন
‘মহান একুশ ও রক্তিম চব্বিশ মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা’

‘মহান একুশ ও রক্তিম চব্বিশ মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা’

 

তিনি আরো বলেন, যুগে যুগে ২১ ফেব্রুয়ারি আমাদের প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে।

আমরা এই পথ ধরেই ৯০-এর অর্জন তৈরি করেছি। এরই পথ ধরে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং এর সবগুলোতেই ২১ ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে উদ্ধুদ্ধ করেছে, আমাদের সংগ্রামের মধ্যে শামিল করেছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

‘সবার আগে বাংলাদেশ’ ফাইন্ডেশনের কমিটি ঘোষণা করল বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘সবার আগে বাংলাদেশ’ ফাইন্ডেশনের কমিটি ঘোষণা করল বিএনপি

‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

এতে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে সভাপতি ও ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে কোষাধ্যক্ষ এবং সদস্য হিসেবে রয়েছেন- আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, গিয়াসউদ্দিন রিমন, রাজিব আহসান, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের চারটি শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ করার ঘোষণা দেয় 'সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন'।

মন্তব্য

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
ডা. শফিকুর রহমান।

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, এক মাসের সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের কাছে আনন্দের বার্তা নিয়ে এসেছে। এ বছর দেশের মানুষ এমন একটি সময় ঈদ উদযাপন করছে, যখন ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীনতার দ্বিতীয় প্রাপ্তি অর্জন করেছে।

১৫ বছরের দীর্ঘ সময় পর অত্যাচারের শাসন থেকে মুক্ত হয়ে মানুষ শান্তিতে শ্বাস নিতে পারছে, এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে।

তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মদান এবং সাহসিকতার কারণে দেশ শান্তি পেয়েছে, তাদের মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। একই সঙ্গে যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

জামায়াত আমির বলেন, এতদিন পরও দেশে কিছু গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত, বিশেষ করে নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

সরকারকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে তাক্বওয়ার গুণাবলি সৃষ্টি করতে সাহায্য করে, যা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান অনুসরণে সাহায্য করে। ঈদ ধনী-গরীব সব শ্রেণির মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক।

শফিকুর রহমান বলেন, ঈদ আমাদের মাঝে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার সেতু গড়ে তোলে। আমরা একত্রে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গড়তে তৎপর হই এবং সমাজের অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসি।

তিনি দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। তিনি জামায়াতে ইসলামী এবং নিজ পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

মন্তব্য

পঞ্চগড়ে সারজিসের সঙ্গে বিএনপি নেতার বাগবিতণ্ডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পঞ্চগড়ে সারজিসের সঙ্গে বিএনপি নেতার বাগবিতণ্ডা
ছবি ভিডিও থেকে নেওয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সাথে এক ব্যক্তির বাগবিতণ্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) তার নিজ জেলার আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে সারজিস ইউএনও অফিসে যান।

সেখান থেকে বের হওয়ার সময় বিএনপির ওই নেতার সাথে বাগবিতণ্ডা হয়।  

জানা যায়, সারজিস আলম আটোয়ারী একটি সরকারি অফিসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওই বিএনপি নেতা সেই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

ওই ভিডিওতে দেখা যায়, সারজিস আলম মুখোমুখি দাঁড়িয়ে ওই বিএনপি নেতাকে বলছেন- আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার।

তাদের কোন কোন জায়গায় প্রয়োজন- এটা আমি তাদের কাছে জানতে চাই। 

আরো পড়ুন
রসুনের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে যা করতে হবে

রসুনের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে যা করতে হবে

 

তখন ওই বিএনপি নেতা বলেন, এটা কি তারা করতে পারেন? তখন সারজিস বলেন, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না।

ওই বিএনপি নেতা বলেন, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই। তার এমন আচরণে সারজিস আলম ওই ব্যক্তিকে বলেন, উত্তরবঙ্গের মানুষের সমস্যা হলো- কেউ কোনো উন্নয়ন কাজ নিয়ে আসলে তাকে সহযোগিতা না করে পিছন থেকে টানে।

 

সারজিস ওই বিএনপি নেতাকে জিজ্ঞাসা করেন যে, আপনি মনে করেন কিনা যে- আমি উত্তরবঙ্গের মানুষের জন্য কিছু নিয়ে আসতে পারব? তখন ওই বিএনপি নেতা বলেন, এটা সত্য।

ওই নেতা প্রশ্ন করেন যে, তারা এনসিপির মুখ্য সংগঠকের সঙ্গে কোন আইনে সভা করে? এ সময় সারজিস বলেন, আপনি যে আইনে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি একই আইনে তাদের থেকে সমস্যার কথা শুনতে পারি।

এ সময় ওই বিএনপি নেতা উচ্চস্বরে কথা বললে সারজিস তাকে স্বর নিচু করতে বলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের খাবারের দোকান দখল, চাঁদাবাজি ও একটি বাস কম্পানি থেকে চাঁদা সংগ্রহ নিয়ে অভিযোগ ওঠার পর ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নির্দেশনায় দপ্তর সম্পাদক (সহসভাপতির মর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

আরো পড়ুন
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নিউ ইয়র্কে বসছে মেলা

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নিউ ইয়র্কে বসছে মেলা

 

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ