চৌদ্দগ্রাম

গভীর রাতে শহীদ মিনার ভাঙচুর, নিন্দার ঝড়

  • তদন্ত কমিটি গঠন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
গভীর রাতে শহীদ মিনার ভাঙচুর, নিন্দার ঝড়
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার চৌদ্দগ্রামে রাতের আঁধারে দুর্বৃত্তরা শহীদ মিনার ভাঙচুর করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর উপজেলার গুণবতী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। সকালে শহীদ মিনারে ফুল দিতে এসে দুটি স্তম্ভ ভাঙা দেখে নিন্দা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে বৃহস্পতিবার গুণবতী কলেজের শহীদ মিনার সাজানো হয়।

রাত ১২টার পর কলেজ কর্তৃপক্ষ ও বিএনপিসহ কয়েকটি সংগঠন ভাষাশহীদদের শ্রদ্ধা জানায়। রাত ২টার পর দুর্বৃত্তরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন ও থানা পুলিশ। এ ছাড়া উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরীসহ রাজনৈতিক নেতারা শহীদ মিনার পরিদর্শন করেন।

গুণবতী ডিগ্রি কলেজের নৈশপ্রহরী সামছুল আলম বলেন, রাত ২টার পর শহীদ মিনারের দুটি স্তম্ভ ভাঙার আওয়াজ শুনেছি। কিছুক্ষণ পর সেখানে গিয়ে কাউকে দেখিনি।

গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি পক্ষ শহীদ মিনার ভেঙেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার বলেন, দুর্বৃত্তরা গুণবতীর শান্ত পরিস্থিতিকে অশান্ত করতেই শহীদ মিনার ভাঙচুর করেছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান বলেন, শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার প্রতীক। রাতের আঁধারে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলায় তীব্র নিন্দা জানাচ্ছি।

গুণবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল লতিফ  বলেন, রাতে কে বা কারা শহীদ মিনারের দুটি স্তম্ভ ভাঙচুর করেছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা না থাকায় দোষীদের শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। স্থানীয় কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মসজিদে ইফতারের সময় মুসল্লীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মসজিদে ইফতারের সময় মুসল্লীর মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় জয়নাল আবেদীন (৫২) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতার করার সময় উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের তছি মিয়াজী জামে মসজিদে এই ঘটনা ঘটে। জয়নাল আবেদীন পূর্ব দুর্গাপুর নিবাসী নুর মিয়া বাড়ির মরহুম খুরশিদ আলমের দ্বিতীয় পুত্র। বৃহস্পতিবার রাত ১২ টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।

তছি মিয়াজী জামে মসজিদের অর্থ সম্পাদক আলতাফ হোসেন জানান, জয়নাল আবেদীন আমার প্রতিবেশী। আমাদের মসজিদের ধারাবাহিক একাধিকবার ইতেকাফকারী। এবারো তিনি ইতেকাফে বসেছিলেন। বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ তিনি দাঁড়িয়ে পড়েন।

এরপর তিনি পড়ে গিয়ে জ্ঞান হারান।

তাকে দ্রুত মিঠাছরা ডায়নামিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবণতি হলে পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১২ টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

মন্তব্য

গাড়ির চাপ কম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা

রিপন আনসারী, গাজীপুর
রিপন আনসারী, গাজীপুর
শেয়ার
গাড়ির চাপ কম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা
ছবি: কালের কণ্ঠ

ঈদকে সামনে রেখে রাজধানী থেকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার পালা চলমান। গ্রামে যেতে রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা হলেও প্রতি বছরের তুলনায় এবার মহাসড়কে ভোগান্তি অনেকটা কম। লম্বা ছুটি হওয়ায় আগেই মানুষ বাড়ি চলে গেছে। বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।

আজ শুক্রবার (২৮ মার্চ) সরেজমিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন অন্যান্য সময়ের চেয়ে কম। যাত্রীবাহী বাস কম থাকায় ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা বেশি দেখা যাচ্ছে। মাঝে মাঝে পণ্যবাহী গাড়ি চলাচল করলেও মহাসড়ক রয়েছে অটোরিকশার নিয়ন্ত্রণে। একই অবস্থা টঙ্গী- কালিগঞ্জ আঞ্চলিক সড়কের।

অটোরিকশা ও সিএনজির দাপট বেড়েছে এই সড়কে। ঈদকে সামনে রেখে অটোরিকশা ও সিএনজিসহ স্বল্প দূরত্বের যানবাহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

আরো পড়ুন
নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান

 

জানা যায়, ঈদের আগে সরকারি মনিটরিংয়ে পোশাক কারখানার গুলোর বেতন-ভাতার বিষয়গুলো সমাধান করা হয়েছে। মহাসড়ক ও ছোট বড় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনী ২৪ ঘণ্টা নজরদারি করছে।

ফলে এবার ঈদযাত্রায় মহাসড়কে ভোগান্তি কম হওয়ার আশংকা করছেন অনেকেই। 

টঙ্গীর মিলগেটে অপেক্ষমান ময়মনসিংহগামী যাত্রী সবুর মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা। বাস পাচ্ছি না। গ্রামের বাড়ি যাব কী করে, ভাবছি।’

আরো পড়ুন
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

 

নরসিংদীগামী একটি যাত্রীবাহী বাসচালক আবুল হোসেন বলেন, ‘মানুষ লম্বা ছুটি পেয়ে চলে গেছে।

এখন জরুরী মানুষ শুধু যাচ্ছে। তাই যাত্রী কম হওয়ায় গাড়ি ছাড়ছেও কম।’

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘মনিটরিংয়ের কারণে যানজট কম। এ ছাড়া লম্বা ছুটিতে মানুষও চলে গেছে।  আশা করি যানজট হবে না।’

প্রাসঙ্গিক
মন্তব্য

নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান
ছবি: কালের কণ্ঠ

বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চ শিক্ষাবৃত্তি অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) পাবনা ঈশ্বরদীর ঢুলটিতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই উচ্চ শিক্ষাবৃত্তি অনুদান প্রদান করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামান্তা সুলতানা প্রিথা, ঈশ্বরদী মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোছা সাদিয়া সুলতানা সুইটি, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো নাহিদ হাসান দ্বিপের হাতে উচ্চ শিক্ষা বৃত্তি তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এ সময় ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, উপ-পরিচালক বি এম ফাহিম রহমান, প্রধান হিসাব রক্ষক কামাল পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ধরে রাখলে স্নাতকোত্তর ও গবেষণা পর্যন্ত  এই বৃত্তি পাবে। 

নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরন বলেন, নিউ এরা ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষিত জাতি গঠনে সরকারকে সহায়তা করতে সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ও স্বাবলম্বী হতে সহযোগিতা করে আসছে। এ পর্যন্ত প্রায় ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। উচ্চশিক্ষা চলাকালীন তাদেরকে প্রতিবছর ৩৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হবে।

মন্তব্য

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
শেয়ার
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা বাইপাস মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও ইতির শিশুকন্যা আহনা (৩)। এ ঘটনায় মোটরসাইকেল চালক কাদের সিদ্দিকী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল-মামুন বলেন, ‘ত্রিমোহনী এলাকায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলযোগে বগুড়া থেকে কুষ্টিয়া আসার পথে ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ