অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ছাত্র-শ্রমিক-জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছে। আগামীতে দেশটাকে আরো শক্তিশালী করতে হবে। সতর্ক থাকতে হবে ফ্যাসিস্টরা যেন আর ফিরে আসতে না পারে। এ জন্য ছাত্র-জনতার ঐক্য দরকার।
ফ্যাসিস্টরা যেন ফিরে আসতে না পারে : ড. ইউনূস
সিরাজগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধন উপলক্ষে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ছাত্র ও যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘দেশের শিশু, কিশোর ও যুবদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সৎ, চরিত্রবান, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করবে।
সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্কাউটস অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মু. তৌহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, আবু সালেহ মো. মহিউদ্দিন, সমন্বয়ক খান মো. মাইনুদ্দিন সোহেল ও স্কাউটসের উপ-পরিচালক মো. হামজার রহমান শামীম প্রমুখ।
এর আগে বিকেলে কমডেকার সার্বিক বিষয়ে অবহিতকরণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন স্কাউটস অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
সম্পর্কিত খবর

ভালুকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে পিডিবির একাধিক খুঁটি
- বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ হাজার গ্রাহক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্মাণাধীন সঞ্চালন লাইনের একাধিক খুঁটি। এর প্রভাবে পাশের চলমান লাইনের একটি খুঁটি ভেঙে বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপজেলার মল্লিকবাড়ি, নয়নপুর ও আঙ্গারগাড়া এলাকায় প্রায় ৩ হাজার গ্রাহক।
রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ভালুকা-মল্লিকবাড়ি সড়কে মল্লিকবাড়ি বাজার সলগ্ন ব্রিজের পাশে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ সকালে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যায়।
উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহান এমরান জানান, ভালুকা-মল্লিকবাড়ি সড়কের ওই স্থানে সড়কের পাশ ঘেঁষে মাছের খামার করায় সড়কের পাশের মাটি নরম হয়ে খুঁটিগুলো সামান্য ঝড়েই উপড়ে পড়েছে।
অপরদিকে, মাছের খামার এলাকায় অপরিকল্পিতভাবে বিদ্যুতের খুঁটি পোতা না হলে হয়তো এমটি হতো না বলে তিনি জানান।
পিডিবির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী হাসনাইন জামান জানান, মাছের খামারের পাশের মাটি নরম থাকায় ঝড়ে বিদ্যুতের কয়েকটি খুঁটি উপড়ে ও হেলে পড়েছে।
পিডিবি ভালুকার নির্বাহী সহকারী প্রকৌশলী আনোয়ারুজ্জামান জানান, নির্মাণাধীন লাইনের কয়েকটি খুঁটি উপড়ে পড়ার প্রভাবে পিডিবির চলমান লাইনের একটি ভেঙে ভালুকার তিনটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ চলছে।

বরগুনায় চাঁদা নিয়ে সংঘর্ষ, আহত ৬
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে হাঁস খামারির থেকে চাঁদার টাকা না পেয়ে হামলা ও পাল্টা হামলায় ৬ জন জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা বরিশাল শেবাচিম ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মো. সোহেল মাতুব্বর ৬ মাস ধরে নিজ বাড়িতে একটি হাঁসের খামার গড়ে তোলেন।
আহত সোহেল, তার বাবা জাকির ও ভাতিজা সুমন মাতুব্বরকে বরিশাল শেবাচিম এবং জাহিরুল ও রাজিবকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত জহিরুল হাওলাদার চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খালে হাঁস ছেড়ে পানি নষ্ট করার প্রতিবাদ করায় সোহেলের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ওই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে দুই শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, বৃদ্ধা গ্রেপ্তার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ওমর আলী (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ওমর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওমর আলী উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১২ এপ্রিল) বিকেলে গজারিয়া গ্রামের ওমর আলী কোদালের জন্য পাশের বাড়িতে যান। এ সময় বাড়ির লোকজন পাশের ক্ষেতে মরিচ তুলছিল। ওই বাড়ির পশ্চিম পাশের একটি ঘরে দুই শিশু খেলা করছিল। বাড়িতে কাউকে না দেখে ওমর আলী শিশু দুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুই শিশুকে শ্লীলতাহানির ঘটনায় ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুর পরিবার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মামলা করেছে। আদালতের মাধ্যমে ওমর আলিকে কারাগারে পাঠানো হয়েছে।

রান্নাঘরের গর্তে মিলল ১১ কেজি গাঁজা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার রাতে পুলিশের অভিযান রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় কামাল ভূঁইয়া (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে রবিবার (১৩ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, শনিবার রাতে সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়।