১০. সহকারী উপখাদ্য পরিদর্শক (৩১৭টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
১১. অপারেটর (১৮টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
১২. সহকারী ফোরম্যান (৪টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
১৩. মিলরাইট (৫টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
১৪. ইলেকট্রিশিয়ান (১১টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
১৫. ড্রাইভার (৫০টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
১৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪৩৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
১৭. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৭২টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
১৮. ল্যাবরেটরি সহকারী (২টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
১৯. সহকারী অপারেটর (৩৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২০. স্টিভিডর সরদার (৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২১. ভেহিকল মেকানিক (৯টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২২. সহকারী মিলরাইট (৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২৩. মিল অপারেটিভ (১২৫টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২৪. সাইলো অপারেটিভ (১৭৪টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২৫. স্প্রেম্যান (২৪টি), বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
বাছাই পরীক্ষা যেভাবে
খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রশ্ন কাঠামো অনেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো। তবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় সময় বেশি বরাদ্দ থাকে। এই নিয়োগ পরীক্ষা ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও বড় বড় জেলা শহরে হতে পারে। ‘উপ-খাদ্য পরিদর্শক’ ও ‘সহকারী উপ-খাদ্য পরিদর্শক’ নিয়োগ পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ থাকে। ৯০ মিনিটে (দেড় ঘণ্টা) উত্তর দিতে হয়। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকলে প্রশ্নপত্রে ‘ভুল উত্তরের জন্য নাম্বার কাটা’র বিষয়টি উল্লেখ করা থাকবে।
নিয়োগ প্রশ্নের নম্বর বণ্টন
উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের ধরন হতে পারে এমন—১. বাংলা (৩০ বা ২৫ নম্বর), ২. ইংরেজি (৩০ বা ২৫), ৩. গণিত (২০ বা ২৫), ৪. সাধারণ জ্ঞান (২০ বা ২৫)।
বিষয়ভিত্তিক প্রস্তুতি
বাংলা : শুদ্ধ শব্দ, সমার্থক/প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমাস, সন্ধি, এক কথায় প্রকাশ, কারক-বিভক্তি, বাগধারা, ধ্বনি ও বর্ণ এবং উপসর্গ।
বাংলা সাহিত্য : রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, বঙ্গিমচন্দ্র, মধ্যযুগ, বাংলা সাহিতে বিভিন্ন ক্ষেত্রে প্রথম যাঁরা, সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক, ছদ্মনাম, বিখ্যাত সংবাদপত্র, লিপির উৎপত্তি ইত্যাদি।
ইংরেজি : Form of Verbs, Subject-Verb Agreement, Preposition, Phrases & Idioms, Sentence Correction, Synonym and Antonym, Identification of Parts of Speech.
গণিত : মান নির্ণয়, লাভ-ক্ষতি (শতকরা), সুদ-কষা (শতকরা), কাজ ও সময়, বয়স, অনুপাত, লসাগু ও গসাগু, বৃত্ত, ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু), বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সংখ্যা ও গড়, বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, দশমিক ও বর্গমূল নির্ণয়।
সাধারণ জ্ঞান: এই অংশে বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান ও আইকিউ থেকে প্রশ্ন হয়। এই অংশে গুরুত্বপূর্ণ—বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি, বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন, বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, উপমহাদেশে ব্রিটিশ শাসনামল, ইউনেসকো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, জুলাই বিপ্লব, ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর বিভিন্ন পুরস্কার-সম্মাননা, তাঁর রচিত গুরুত্বপূর্ণ বই; বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা; বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বিভিন্ন দেশের মুদ্রার নাম, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্ন।
বিগত প্রশ্নব্যাংক
বিগত প্রশ্নব্যাংক থেকেও প্রস্তুতি নিতে পারেন। পদভেদে প্রশ্নপত্র কেমন, সেগুলো মূল্যায়ন করে প্রস্তুতি নিন। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোর মধ্যে কোন কোন বিষয়ে বেশি প্রশ্ন আসে, সেগুলো নোট করুন। এরপর বাসায় বেশি বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করুন।
আবেদনের লিংক
https://dgfood.gov.bd