কল্পনাও করিনি এত মানুষ আমাদের গান শুনতে আসবে

আনুষ্ঠানিক পথচলা মাত্র তিন বছরের। এর মধ্যেই তরুণদের পছন্দের ব্যান্ড হয়ে উঠেছে ‘কাকতাল’। ব্যান্ডটির গানের ধরন ও কথায় আছে ভিন্নতা। তবু আত্মস্থ করে নিচ্ছে শ্রোতারা। ‘কাকতাল’-এর প্রতিষ্ঠাতা, গায়ক-গীতিকার আসিফ ইকবালের সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম

সম্পর্কিত খবর

স্টার অব দ্য উইক

শেয়ার

অনুষ্ঠান ও সংবাদ বিভাগকে স্বাধীনতা দিতে হবে দীপংকর দীপন নির্মাতা

আজ বিশ্ব টেলিভিশন দিবস

কেন দর্শক হারাল টেলিভিশন

একটা সময় দেশে ছিল একটাই চ্যানেল—বিটিভি। সেখানে যা প্রচারিত হতো তার সবই থাকত দর্শকের মুখস্থ। এখন অনেক চ্যানেল, কিন্তু আগের মতো দর্শক নেই। কোথায় কী প্রচারিত হচ্ছে, তার খোঁজ রাখে না কেউ। কেন এমন হলো? দর্শক ফেরানোর উপায় কী? বলেছেন তিন গুণীজন, শুনেছেন হৃদয় সাহা

গান ও গণমানুষের সায়ান

ভিড়ের মধ্যে তাঁর গান আলাদা করা যায় সহজেই। গানের কথায় সেই বিশেষত্ব প্রতিষ্ঠা করেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে গাইবেন একক অনুষ্ঠানে। এর সূত্র ধরে গান, দেশ, রাজনীতিসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
শেয়ার
গান ও গণমানুষের সায়ান
ফারজানা ওয়াহিদ সায়ান । ছবি : সাজ্জাদ হোসেন

সর্বশেষ সংবাদ