<p style="text-align:justify">ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। </p> <p style="text-align:justify">আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731138960-cb6b6d8fb33bbbf21be96c3d37deeab7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/09/1444558" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২ নভেম্বর তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রাজস্ব খাতে ১২০ পদে জনবল নেবে যুব উন্নয়ন অধিদপ্তর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731138442-7573aecdf29476a21ee435cc94e5d2f4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রাজস্ব খাতে ১২০ পদে জনবল নেবে যুব উন্নয়ন অধিদপ্তর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/jobs/2024/11/09/1444555" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মামলার সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।</p>