<p>বিশ্ববরেণ্য আরবি ভাষাবিদ আল্লামা সুলতান যওক নদভীর নামে শিক্ষাবৃত্তি চালু হয়েছে। চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এ বৃত্তি দেওয়া হচ্ছে। </p> <p>সোমবার (৩ ডিসেম্বর) প্রাক্তন ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহমুদ মুজিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। </p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি তহবিল গঠন করা হয়েছে। ইতিমধ্যে সাবেক শিক্ষার্থী মাওলানা আফফান বিন ওসমানের অনুদানে দুই মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাজীবন সমাপ্ত হওয়া পর্যন্ত বৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে অসচ্ছল মেধাবীদের এ বৃত্তি দেওয়া হবে।</p> <p>প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি শায়খ মাওলানা সাইফুল্লাহ মাদানির সভাপতিত্বে শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন পরিষদের প্রধান উপদেষ্টা ও জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও জামেয়ার উপ-পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল। </p> <p>এসময় আরো উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আফীফ ফুরকান মাদানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফুরকান হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা হামেদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মুজিব, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম ও মাওলানা আলমগীর প্রমূখ।</p>