<p>মহান আল্লাহর কাছে হেদায়াত লাভ ও এর ওপর অবিচল থাকতে দোয়া করা সবার কর্তব্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, </p> <p style="text-align:center"><strong>رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ</strong></p> <p>অর্থ: হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তর বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান, আয়াত : ৮)</p>