<p>পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলের একটি হলো ইতিকাফ। এ মাসের শেষ ১০ দিন মসজিদে অবস্থান করা কর্তব্য। হাদিস শরিফে এসেছে,</p> <p dir="rtl" style="text-align:center">عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ</p> <p>আয়েশা (রা.) বর্ণনা করেছেন, নবী করিম (সা.) মৃত্যু পর্যন্ত রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। অতঃপর তাঁর স্ত্রীরা (তাঁর মৃত্যুর আগের মতো) পরেও ইতিকাফ করতেন। (মুসলিম, হাসিদ : ১১৭২)</p>