<p>জুলাই বিপ্লবের পর একের পর এক ভারত ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা হয়নি। সুতরাং দেশের বিরুদ্ধে এ যড়যন্ত্র রুখে দিতে সবাই ঐক্যবদ্ধ।’</p> <p>বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কেরানীগঞ্জে ভারতীয় পণ্য বয়কট কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>রুহুল কবীর রিজভী বলেন, ‘জুলাই বিপ্লবের পর ষড়যন্ত্র শুরু করেছে ভারত। আমরা ভারতের পণ্য বর্জন করছি। কারণ তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না। তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে। সে বন্ধুত্বে জোরে শুভেন্দু-মমতারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ </p> <p>ভারতে চিকিৎসা বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ‘মনে করেছেন যে বোধ হয় বাংলাদেশের মানুষ এতে অস্থির হয়ে গেছে। না, বাংলাদেশের মানুষ আনন্দিত এখন। আমাদের অনেক মেডিক্যাল কলেজ আছে, অনেক হাসপাতাল আছে, আপনারা কিসের অহংকার করেন। এখন বাংলাদেশের মানুষ প্রয়োজন হলে দেশেই চিকিৎসাসেবা নেবে।’ </p> <p>তিনি বলেন, ‘ভারতের এ ধরনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব। লড়াই করব, সংগ্রাম চালিয়ে যাব।’</p> <p>ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম মানিক।</p>