<p style="text-align:justify">ভোটার হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও পৃথিবীর ষষ্ঠ জনবহুল দেশ। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খৃস্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছি।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘তবে একটি অপশক্তি বাংলাদেশকে, সমাজকে ভেঙে টুকরা টুকরা করে, সমাজে বিশৃংখলা লাগিয়ে সমাজটাকে শোষণ করেছিল। এই অপশক্তিই সর্বশেষ সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। তারাই সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মারামারি লাগিয়ে রেখেছিল।’</p> <p style="text-align:justify">আজ রবিবার রাত ৮টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">শফিকুর রহমান বলেন, ‘১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দিয়ে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় তারা এর দায়ভার বরাবরই এ দেশের ইসলামপন্থী জনগণের ওপর ফেলে দেয়। এটি তাদের অভ্যাস। কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে কথার সঙ্গে বিপরীতমুখী।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আবার তারা একটি দেশকে, একটি জাতিকে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ শক্তি বানিয়ে বিভক্ত করে রেখেছিল। স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে অ্যানেসথেশিয়া দিয়ে বেঁহুশ করে রাখার চেষ্টা করা হয়েছিল। তাদের শাসনামলে ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। এ দেশের আলেম-ওলামা ও রাজনীতিবিদদের অপমান-অপদস্থ করেছেন তারা। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আন্দোলনের শেষ ফলাফল এনে দিয়েছে ছাত্র-জনতা।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আন্দোলনের শেষ ফলাফল এনে দিয়েছে যুব সমাজ, ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীরা। সরকার ১৭ বছর বয়সীদের ভোটার করতে চায়। ১৭ বছরের বয়সীদের ভোটের অধিকার দিয়ে আমরা তাদের পুরস্কৃত করতে চাই। এ দেশটি আমাদের সবার।’</p> <p style="text-align:justify">পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (রংপুর-দিনাজপুর) মাওলানা আবদুল হালিম ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।</p> <p style="text-align:justify">পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মুনতাকিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলার সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম ও পৌর শাখার সেক্রেটারি মো. ওয়াজেদ আলী পথসভাটির সঞ্চালনা করেন।</p>