<p>বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খানকে নিয়ে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফরমের ‘ইকোস অব রেভল্যুশন’ চ্যারিটি কনসার্ট আয়কৃত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735651574-5022c53bcddd02395d5d834bd2d33696.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/31/1463428" target="_blank"> </a></div> </div> <p>মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় ‘স্পিরিটস অব জুলাই’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এস এম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/31/1735651155-4066341a8a11c8eaafc3ef3e85f96ec3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লার সাবেক এমপি নাসিমুল কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/31/1463425" target="_blank"> </a></div> </div> <p>গত ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল ‘সিলসিলা’র উদ্বোধনী পরিবেনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরো গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র‍্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ড দল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথ। কনসার্টে বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করেন রাহাত ফতেহ আলী খান। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রাইম ব্যাংক পিএলসি।</p> <p>এর আগে গত ৯ ডিসেম্বর (সোমবার) রাত থেকে তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়, যা চলে ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে ছিল 'GET SET ROCK' (গেট সেট রক) নামক একটি প্রতিষ্ঠান। চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মধ্যকার শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে কনসার্টের টিকেট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট (ছাড়) দেওয়ার ব্যবস্থা ছিল।</p>