<p style="text-align:justify">ইংরেজি নববর্ষকে বিশ্বে সবার আগে স্বাগত জানিয়েছে ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। প্রশান্ত মহাসাগরীয় এ দেশটির সবার আগে নতুন বছরে পদার্পণের কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।</p> <p style="text-align:justify">টাইম জোন বা সময় অঞ্চলের তারতম্যের কারণে পৃথিবীর কিছু দেশ কয়েক ঘণ্টা আগে, কোনো কোনোটি আবার কয়েক ঘণ্টা এমনকি এক দিন পরও নববর্ষ উদযাপনের সুযোগ পায়। কিরিবাতি ২০২৫ সালে নতুন বছরে প্রবেশ করা প্রথম দেশ।</p> <p style="text-align:justify">বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন সময় ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।</p> <p style="text-align:justify">প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞ্চলজুড়ে ৩৩টি প্রবালদ্বীপ নিয়ে গঠিত কিরিবাতি। দেশটিকে কিরিবাস বলে উচ্চারণ করা হয়। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে ২ হাজার কিলোমিটারের বেশি বিস্তৃতি রয়েছে দেশটির।</p>