<p>কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর জন্য মোটরযান চালক ও মালিকদের সতর্কতামূলক নির্দেশিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।</p> <p>বিআরটিএ-এর ফেসবুক পেইজে কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে এ সতর্কতামূলক নির্দেশিকা প্রকাশ করা হয়।</p> <p>এতে বলা হয়, কুয়াশায় দৃষ্টিসীমার মধ্যে থামানো যায় এমন নিয়ন্ত্রণ উপযোগী ধীরগতিতে সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তায় গাড়ি চালাতে হবে। কুয়াশাচ্ছন্ন অবস্থায় গাড়ির হেডলাইট ‌‘লো-বিম বা ডিপার’ জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। ‘হাই-বিম বা আপার’ কুয়াশাকে আরো বেশি ঘন করে বিধায় ‘হাই-বিম বা আপার’ জ্বালিয়ে গাড়ি চালানো যাবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল, অপেক্ষায় হাসনাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/03/1735887896-695c03b32c7748e415012b7b2e2c5c09.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারজিস-সাদিক কায়েমের ফেসবুক সচল, অপেক্ষায় হাসনাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/03/1464430" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া আরো বলা হয়, লেন পরিবর্তন বা ওভারটেকিং করা যাবে না। যেসব স্থানে দৃষ্টি যায় না বা বাঁক নেওয়ার আগে দেখা যায় না, সেসব স্থানে দরকার হলে বিপদ এড়ানোর জন্য হর্ন বাজাতে হবে। </p> <p>ঘন কুয়াশার কারণে একেবারেই দেখা না গেলে বা দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছে গেলে নিরাপদ জায়গায় গাড়ি থামিয়ে হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালাতে হবে।</p>