সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে : রিজভী
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এ আলোচনাসভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘১/১১-এর সরকারকে বলা হতো সেনাসমর্থিত সরকার।

বর্তমান ছাত্র-জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশেষ দল সমর্থিত সরকার। এ সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দলটির লোকেরা হচ্ছে প্রধান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১ নম্বর প্রকৌশলী ছাত্রদল করত।

তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি। সেখানে ৫ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে। কারণ, সে ওই বিশেষ দলের সদস্য।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের সর্বত্র এখনো ফ্যাসিবাদের লোকেরা বহাল তবিয়তে রয়েছে।

তাদের কাজ হচ্ছে শেখ হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়ন করা।’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো তো হাসিনার কথার প্রতিধ্বনি। এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই হচ্ছে, আলোচনা-সমালোচনা, তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে।

এর পরে জনকল্যাণের পক্ষে যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, সেসব সিদ্ধান্ত নিয়ে ক্ষিপ্রতার সঙ্গে বাস্তবায়ন করবে। এটাই তো সরকার।

তিনি বলেন, জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা এসেছে। তার পরও সে কী করে বহাল থাকে? এ ধরনের একটা ঘটনা জানার পরেও উনি কী করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে কাজ করছে : হাসনাত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে কাজ করছে : হাসনাত
হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

বর্তমানে আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছেন, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে—আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে।

আরো পড়ুন
আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ নেই : নাহিদ ইসলাম

আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ নেই : নাহিদ ইসলাম

 

তিনি বলেন, ‘আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন—আমাদের এই দায়িত্ব কে দিয়েছে?’

তিনি আরো বলেন, ‘যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহেলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদের বলব—আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সরান। এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।’

প্রাসঙ্গিক
মন্তব্য

আ. লীগের লিফলেট বিতরণ করা বিসিএস ক্যাডার মুকিম আসলে কে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আ. লীগের লিফলেট বিতরণ করা বিসিএস ক্যাডার মুকিম আসলে কে?
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন তিনি।

জানা যায়, মুকিব মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।

আওয়ামী লীগ সরকারের সময় টানা ১০ বছর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে ছিলেন মুকিব। তার সহকর্মীরা জানান, তিনি আগেও নিয়মিত আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতেন।

আরো পড়ুন
দোয়া চাইলেন সারজিসের শ্বশুর, জানালেন কবে অনুষ্ঠান

দোয়া চাইলেন সারজিসের শ্বশুর, জানালেন কবে অনুষ্ঠান

 

লিফলেট বিতরণে চাকরিবিধি লঙ্ঘন হয়নি দাবি করে মুকিব মিয়া বলেন, ‘ড. ইউনূস সংবিধান লঙ্ঘন করছেন, এর প্রতিবাদ করছি। আওয়ামী লীগও প্রতিবাদ করছে।

তাই আওয়ামী লীগের লিফলেট আমার নেতৃত্বে বিতরণ করেছি। আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, এ দলের লিফলেট বিতরণ করা আমার অধিকার।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকিব মিয়া নিজের ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন। ফেসবুক প্রফাইল ঘুরে দেখা গেছে, তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানেও শেখ হাসিনাকে সমর্থন করেছিলেন।

গত ২৭ মার্চ প্রফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ হাসিনার ছবিতে লেখা বিজয় আসবেই। 

চাকরিবিধি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী, সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচক মুকিব মিয়া।

সাবেক এ ছাত্রলীগ নেতা সরকারি চাকরি করলেও আইনের তোয়াক্কা না করে নিয়মিত সরকারবিরোধী প্রচারণা চালিয়ে থাকেন। ৫ আগস্টের পর ‘লোভে পাপ, পাপে ইউনূস, ইউনূস বাহিনীর নির্যাতন নাৎসি হিটলারকেও হার মানায়, ইউনূসের নাৎসি বাহিনীর ছোবল থেকে রেহাই পেল না শিক্ষার্থীরা, বাংলাদেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে মব সংস্কৃতি চালু করেছে অবৈধ ইউনূস সরকারের উপদেষ্টারা। জাতিকে প্রস্তুত হবে।

অরাজকতা রুখতে হবে, বিয়ে করতে, প্রেম করতেও ট্যাক্স দিতে হবে ইউনূসকে কারণ সে সুদি কারবারি, ইউনূস ঠেলা সামলা, জঙ্গি ইউনূসের দিন শেষ’ ইত্যাদি লেখা ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

জানা যায়, এসব লেখাকে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী আচরণ লঙ্ঘন উল্লেখ করে গত ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মুকিব মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা ১০ দিনের মধ্যে জানাতে নোটিশ দিয়েছে। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কি না, তাও জানতে চাওয়া হয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (১) ধারায় বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।’ এ ধারা লঙ্ঘনের শাস্তি চাকরিচ্যুতি।

আওয়ামী লীগের পতনের পরও দলটির কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুকিব। এ কর্মকর্তাকে গত ৬ অক্টোবর নিরীক্ষা অধিদপ্তর থেকে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে বদলি করা হয়। সেখানে তিনি কাজে যোগ দিয়ে এক দিন চাকরি করেন বলে জানিয়েছেন অধ্যক্ষ মো. হারুন মিয়া। পরে গত ২১ অক্টোবর তাকে লালমনিরহাটের পাটগ্রামে বদলি করা হয়।

জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, ‘মুকিব মিয়া গত সাড়ে তিন মাসে একবারও আসেননি। তিনি অনলাইনে যোগদানের আবেদন করেছিলেন। তা গ্রহণ করা হয়। কিন্তু তিনি যোগদানের হার্ডকপি জমা দেননি। সম্প্রতি তিনি ৩ মাসের অসুস্থতাজনিত ছুটি চেয়ে আবেদন করেছেন। কিন্তু সঙ্গে চিকিৎসকের সুপারিশ, ব্যবস্থাপত্র, অসুস্থতার প্রমাণপত্র কিছুই দেননি। এরপর আর যোগাযোগ নেই।’

মন্তব্য

দোয়া চাইলেন সারজিসের শ্বশুর, জানালেন কবে অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দোয়া চাইলেন সারজিসের শ্বশুর, জানালেন কবে অনুষ্ঠান
সংগৃহীত ছবি

সম্প্রতি বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গত শুক্রবার (৩১ জানুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতাকে বিয়ে করেন সারজিস। এদিকে তার বিয়ের দুই দিন পর দোয়া চেয়েছেন শ্বশুর লুৎফর রহমান।

সারজিস আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারজিস-রাইতার জন্য দোয়া চান শ্বশুর লুৎফর রহমান।

ফেসবুকে স্ট্যাটাসে সারজিস আলমের শ্বশুর লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহিনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) আছর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন।

আরো পড়ুন
‘নারী আবার ফুটবলার কিসের!’, ফেসবুকে শাওনের পোস্ট

‘নারী আবার ফুটবলার কিসের!’, ফেসবুকে শাওনের পোস্ট

 

দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, ‘দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদের নিমন্ত্রণ করা, এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি। আমি এ জন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি।’

আরো পড়ুন
জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

 
আরো পড়ুন
প্রেসসচিবের স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করে যা বললেন শাওন

প্রেসসচিবের স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করে যা বললেন শাওন

 

কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে উল্লেখ করে লুৎফর রহমান লেখেন, ‘নবদম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।

আরো পড়ুন
নোলানের ‘দ্য ওডিসি’তে নাম জুড়ল আরো ৪ তারকার

নোলানের ‘দ্য ওডিসি’তে নাম জুড়ল আরো ৪ তারকার

 

পেশাগত কারণে সারজিসের শ্বশুর লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা নামক এলাকায়। 

আরো পড়ুন
ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে ভিডিও প্রচার, যা জানা গেল

ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে ভিডিও প্রচার, যা জানা গেল

 

সারজিস আলমের স্ত্রী রাইতা পবিত্র কোরআনের একজন হাফেজা এবং তিন ভাই বোনের মধ্যে বড়। তিনি সব সময় পর্দা মেনে চলায় মিডিয়ায় তার কোনো ছবি প্রকাশ করা হয়নি। 

আরো পড়ুন
ফেব্রুয়ারিতে আ.লীগের কর্মসূচি নিয়ে হাসিনার বিবৃতির বিষয়ে যা জানা গেল

ফেব্রুয়ারিতে আ. লীগের কর্মসূচি নিয়ে হাসিনার বিবৃতির বিষয়ে যা জানা গেল

 
মন্তব্য

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার বিভাগীয় তদন্তের দাবি আইনজীবীদের
ছবি : কালের কণ্ঠ

নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি তোলেন সংগঠনটির নেতারা। 

সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘অবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্ত করে সুষ্ঠুভাবে বিচার করা হোক। যাতে ভবিষ্যতে আর কোনো তৌহিদকে আমাদের হারাতে না হয়।

আর প্রশাসনে থাকা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের এক মাসের মধ্যে ঝেঁটিয়ে বিদায় করা হোক। অন্যথায় আইনজীবীরা কালো কোর্ট পড়ে রাস্তায় নামবেন।’

আরো পড়ুন
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের, পাল্লা কত

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের, পাল্লা কত

 

বিক্ষোভ সমাবেশে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যেকোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই আমরা জাগ্রত। আমরা প্রত্যাশা করিনি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আর এ ধরনের হত্যাকাণ্ড ঘটবে।

তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তৌহিদুল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজি কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, মাকসুদ উল্লাহ, মোহাম্মদ সামসুল ইসলাম মুকুল ও আনিসুর রহমান বিশ্বাস রায়হান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ