৩ পুলিশ কর্মকর্তার সংযুক্তি বাতিল চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
৩ পুলিশ কর্মকর্তার সংযুক্তি বাতিল চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ছবি : কালের কণ্ঠ

জুলাই গণ-অভ্যুত্থানে নির্বিচারে গুলি, ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলী হয়ে আসা দুই পুলিশ কর্মকর্তা এবং ডিআইজি অফিসে আসা আরেক অতিরিক্ত ডিআইজির সংযুক্তি বাতিল করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখা।

শনিবার রাত পৌনে ৮টার দিকে স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলে তারা। 

আরো পড়ুন
আন্দোলন-সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন : উমামা ফাতেমা

আন্দোলনসংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন : উমামা ফাতেমা

 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে রাজধানীর মতিঝিল এলাকায় মূল দায়িপ্রাপ্ত ছিলেন এডিসি গোবিন্দ চন্দ্র। তিনি গণ-অভ্যুত্থানে ওই এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা-নির্যাতন চালিয়েছেন, রক্তাক্ত করেছেন।

নৃশংস হামলা চালানো এই কর্মকর্তাকে রংপুর মেট্রোতে বদলি করা হয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ ছাত্রলীগ করতেন। তিনিও এই অভ্যুত্থানে হামলা-নির্যাতনে অংশ নিয়েছেন। তাকেও রংপুরে বদলি করা হয়েছে।
আমরা এই দুই কর্মকর্তাকে রংপুরে সংযুক্তি বাতিল করতে আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তা করা হয়নি। আমরা অনতিবিলম্বে তাদের সংযুক্তি বাতিল চাই।’

ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘শুধু ওই দুই কর্মকর্তাই নন, রংপুর ডিআইজি অফিসে মাসুদ আহমেদ নামে আরেক অতিরিক্ত ডিআইজি আছেন; তিনিও ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছেন। তাকেও এখান থেকে সরাতে হবে।

ইমতিয়াজ উষ্মা প্রকাশ করে বলেন, ‘রংপুর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবিলম্বে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে অভিযুক্ত এই কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ সময় যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির, সদস্য সচীব রহমত আলী, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম সদস্য সচীব রাজিমুজ্জামান হৃদয়সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
ছবি: কালের কণ্ঠ

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. কবির আহমেদ, ট্রেন যাত্রী এমরান উদ্দিন ও মহানগর এক্সপ্রেস ট্রেনের আনঅফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।

ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়।

এদিকে এ ঘটনার পর ডাউন পথের ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কি করা যায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আলোচনা করছেন।

 

মন্তব্য

শ্রীপুরে ৮ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
শ্রীপুরে ৮ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ
ধর্ষক আরমান মিয়া

গাজীপুরের শ্রীপুরে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাড়ির পাশ থেকে তুলে নিয়ে নির্জন শালবনের ভেতর মেয়েটির ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতনকালে অভিযুক্ত ধর্ষক তার মোবাইল ফোনে তিন দফা ভিডিও ধারণ করে রাখে। মুহূর্তে ভিডিওগুলো কয়েকটি ইমো গ্রুপে ছড়িয়ে দেয়।

নির্যাতনের ঘটনা জেনে গ্রামবাসী অভিযুক্ত ধর্ষককে ধরে বেদম পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা এলাকায় ঘটনাটি ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি বরমী ইউনিয়নের এক ভাঙারি বিক্রেতার মেয়ে। সে ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত ধর্ষক আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শামসুল হকের ছেলে। আরমান শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে মাঝেরটেক এলাকায় বনবিভাগের জমিতে ঘর তুলে বসবাস করতেন।

গ্রামবাসী জানিয়েছে, আরমান একজন ইয়াবা কারবারি ও মাদকাসক্ত।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার কালের কণ্ঠকে জানিয়েছেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাদে আরমান ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা লকু জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে তার স্বজনরা খুঁজে পাচ্ছিলেন না। বিকেলে প্রতিবেশীদের নিয়ে তার মা-বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শালবনের ভেতর থেকে শিশুটির কান্না শুনতে পায় প্রতিবেশীরা। পরে সেখানে গিয়ে নির্যাতনরত অবস্থায় অভিযুক্ত ধর্ষককে ধরে ফেলে তারা (প্রতিবেশীরা)। সেখান থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, হাতেনাতে ধরার পর গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা অভিযুক্ত ধর্ষককে বেদম পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

হাতেনাতে ধরা পড়ার পর গ্রামবাসীর উপস্থিতিতে অভিযুক্ত ধর্ষক আরমান মিয়া ঘটনা স্বীকার করে বলেন, ‘ধর্ষণের সময় আমি নিজেই ভিডিওগুলা করছি। পরে আমার কয়েকজন বন্ধুরে ইমোতে পাঠাইছি ভিডিওগুলা। আমারে কয়েকজন মিল্যা (মিলে) ইয়াবা খাওয়াইছে। এজন্য আমার মাথা ঠিক নাই।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষক ঘটনা স্বীকার করেছেন।’

মন্তব্য

ইজতেমায় ৪ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩ জনের জামিন, মসজিদে হামলার ভিডিও ভাইরাল

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ইজতেমায় ৪ খুনের ঘটনায় গ্রেপ্তার ৩ জনের জামিন, মসজিদে হামলার ভিডিও ভাইরাল

২০২৪ সালের ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে ৪ মুসল্লি খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের মধ্যে তিনজন জামিনে মুক্তি পেয়েছেন। এরপর মসজিদের ভেতরে মারধরের ঘটনায় করা ভিডিও এখন ভাইরাল।

শনিবার (৮ মার্চ) রাতে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালের কণ্ঠকে এই তথ্য জানান।

প্রাপ্ত তথ্যমতে, গেল বছরের ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

ওই সংঘর্ষে দায়ের করা মামলায় সাদপন্থীদের ৪ জন আলেম গ্রেপ্তার হয়। দীর্ঘ সময় জেলে থাকার পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদপন্থী আলেম মুফতি শফিউল্লাহ মাক্কি। এর আগে মুক্তি পান মুফতি মুয়াজ বিন নূর ও জহির উদ্দিন। বর্তমানে জেলে আছেন মওলানা জিয়া বিন কাসেম।

সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়েরপন্থীরা সুবিধা ভোগ করেছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন। কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।

গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থীরা সাদপন্থীদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন অপরদিকে সাদপন্থীরা জুবায়েরন্থীদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যে মামলা পিবিআইতে তদন্তে আছে। এই মামলায় সাদপন্থী চারজন গ্রেপ্তার হলেও জোবায়েরপন্থীদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

এদিকে বৃহস্পতিবার বাদ ফজর উত্তরার গাউছুল আজম জামে মসজিদের ইমাম মুফতী জুনায়েদ কাসেমী (দাঃ) সঙ্গে কোলাকুলিরত অবস্থায় মাওলানা সাদপন্থী সাথী মো. আনোয়ারুল কিবরিয়ার ওপর অতর্কিত হামলা করে আহত করে জুবায়েরপন্থী আ. রহমান, আ. খালেক, শওকতসহ ৫/৬ জন। এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাদপন্থী আনোয়ারুল কিবরিয়া ইমামের সঙ্গে কোলাকুলি করা অবস্থায় কয়েকজন তার ওপর আক্রমণ করে মারধর করলে তিনি মসজিদের ফ্লোরে অচেতন হয়ে যান।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থীরা সাদপন্থীদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন অপরদিকে সাদপন্থীরা জুবায়েরপন্থীদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যে মামলা পিবিআইতে তদন্তে আছে, এই মামলায় সাদপন্থী চারজন গ্রেপ্তার হলেও জোবায়েরপন্থীদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।

মন্তব্য

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানার আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানার আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতি
ছবি: কালের কণ্ঠ

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় এলটেক অ্যালুমিনিয়াম কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গাজীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় বর্জ্য অপসারণ কাজ।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুনে কারখানার শেড, মেশিনারিজ, বিপুল পরিমাণ তৈরি অ্যালুমিনিয়াম, বিভিন্ন কাঁচামাল, রংসহ অনেক মালামাল পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে ওভেনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

উল্লেখ্য, ইফতারের আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এলটেক অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ