ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

গণহত্যার দায়ে আ. লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গণহত্যার দায়ে আ. লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—সেই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক। প্রয়োজনে দেশের প্রচলিত আইন সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের লোকবল বৃদ্ধি করার দাবি জানিয়েছে বিএনপি।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন
আলোচিত-১০ (৫ এপ্রিল)

আলোচিত-১০ (৫ এপ্রিল)

 

সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি আমরা প্রকাশ্যে করেছি, লিখিতভাবে করেছি, সরকারকে জানিয়েছি।

জনগণের সামনে প্রস্তাব আকারে আমরা তুলে ধরেছি। 
আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। এজন্য সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় এবং আইন সংশোধন করা যায়। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয় তাহলে এদেশের জনগণ তা মেনে নেবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরোধী অপরাধে মামলা করা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার মন্ত্রী-এমপি ও তার দোসরদের বিরুদ্ধে; সেই মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে নেই। জাতি অত্যন্ত প্রত্যাশা করে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হোক। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা ও লোকবল বৃদ্ধি করা হোক। প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইবুনাল স্থাপন করা যায় কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই : হাই রিপ্রেজেন্টেটিভ

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই : হাই রিপ্রেজেন্টেটিভ

 

নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা যেমন সংস্কার চাই, বিচার চাই আওয়ামী লীগের তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে চাই। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। জাতির সামনে অনেকবার তিনি বলেছেন। কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পরপর বলা হচ্ছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে; আবার জুনে থেকে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকম পায়তারা আমরা লক্ষ্য করছি।

আমাদের জোরালো দাবি প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা যায়। ‌এই দাবির সাথে হেফাজত ইসলামও একমত হয়েছে।

বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, ২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের উপর যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার, তার সঠিক সংখ্যা এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। সেই হত্যাযজ্ঞের বিচার চেয়ে আদালতে মামলা করা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে দ্রুত এই মামলার নিষ্পত্তি ও বিচার চাওয়া হয়েছে। আমরাও তাদের সঙ্গে একমত। 

তিনি বলেন, বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-ওলামাদের উপরে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জেলে ভরা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে দায়ীকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই। 

বৈঠকটি শনিবার রাত সোয়া আটটার দিকে শুরু হয় এবং শেষ হয় রাত পৌনে দশটায়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ।

আরো পড়ুন
চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর

চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর

 

হেফাজতে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, তিনি ছাড়াও হেফাজতের অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মূফতি মনির হোসাইন কাসেমী।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘ইসরায়েলের সঙ্গে আ. লীগের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘ইসরায়েলের সঙ্গে আ. লীগের সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর মতো’
সংগৃহীত ছবি

‘ইসরাইলের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো’- মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপি ও ছাত্রদলকে দমন করার জন্য ইসরাইল থেকে পেগাসাস স্পাইওয়্যার এনে আড়ি পাতার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে।’

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়ে তিনি বলেন, যেভাবে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়ে আমরা পতন নামিয়েছি; তেমনি ইসরায়েলি পণ্য বয়কট করবো।

আরো পড়ুন
স্ত্রী নিয়ে দ্বন্দ্বে খুন, চারজনের মৃত্যুদণ্ড

স্ত্রী নিয়ে দ্বন্দ্বে খুন, চারজনের মৃত্যুদণ্ড

 

ডা. আউয়াল বলেন, ‘গাজা ও রাফাকে মুসলিমশূণ্য করে দেওয়ার মিশনে নেমেছে ইসরাইল।

কিন্তু তাদের এই মানবতাবিরোধী মিশনকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। তারা ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে। আমরা সেটিকে সমর্থন করি।’

তিনি আরো বলেন, ‘এই স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপি ও ছাত্রদলকে দমন করার জন্য ইসরাইল থেকে পেগাসাস স্পাইওয়্যার এনে আড়ি পাতার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে।

তার বিপরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ন্যায় ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়িয়ে বিশ্বনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারেক রহমান।’

সমাবেশে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তাওহীদুল ইসলাম সৈকত। এছাড়া উপস্থিত ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব, মো. মহসীন আলী, মাহিরুল ইসলাম মাহির, নয়ন হোসেন, আরিফ হোসেন সৈকত, জিদ্দান আদনান, মোসাদ্দেক হোসেন সৌরভ, রাফিন আহমেদ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি গণ অধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সেই সরকারের অধীনে সংস্কার ও সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া লিখিত মতামতে এ দাবি জানিয়েছে তারা। 

বুধবার (৯ এপ্রিল) গণ অধিকার পরিষদ ও বিকল্পধারা বাংলাদেশ লিখিত মতামত জমা দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৩১টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে।

আরো পড়ুন
নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল, প্রতীক রকেট

নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল, প্রতীক রকেট

 

রাজধানীর শেরেবাংলানগরের জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে লিখিত মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদের প্রতিনিধিদল। পরে দলের উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারে রূপান্তরিত করতে হবে। সেই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় সরকারই সংবিধানসহ সব সংস্কারকাজ সম্পন্ন করবে।

’ জাতীয় সংবিধান কাউন্সিল গঠন উল্লেখ করে ওই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেছেন তারা। এ ছাড়া তরুণদের ভোটে অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২৩ করার প্রস্তাবও তুলে ধরা হয়েছে। ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৭টি বিষয়ে একমত প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ।

এদিকে কমিশনের সংস্কার প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করেছে ড. নুরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ।

তবে একটি প্রস্তাবে তাদের আংশিক ভিন্নমত রয়েছে। দলটির মহাসচিব শাহ আহমেদ বাদল জানান, একটি বাদে ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের সাথেই বিকল্পধারা একমত। শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবনার মধ্যে পৌরসভা চেয়ারম্যান নির্বাচন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রত্যক্ষ (সরাসরি) ভোটের প্রস্তাব করেছেন তারা।

আরো পড়ুন
সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

 

উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন।

এতে ৩১টি দল তাদের মতামত দিয়েছে। মতামত দেওয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। এরআগে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি ও নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

মন্তব্য

গণহত্যার দায়ে আ. লীগের বিচারে একমত হেফাজত-এনসিপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গণহত্যার দায়ে আ. লীগের বিচারে একমত হেফাজত-এনসিপি

গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে ঐকমত্য হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। বৈঠকে এনসিপি ও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। হেফাজতে ইসলামের আগ্রহে এই বৈঠক হয়।

এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে হেফাজত।

সভায় হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

সভায় আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি।

এগুলো হলো :

>> গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।

>> বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।

>> নির্বাচনের আগেই আওয়মী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে।

>> আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।

এ ছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন এনসিপি ও হেফাজত নেতারা। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

মন্তব্য

হঠাৎ দুদকে হাসনাত-সারজিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হঠাৎ দুদকে হাসনাত-সারজিস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা। আড়াইটার দিকে দুদক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি।

আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অতি গোপনীয়।’

অভিযোগ কাদের বিরুদ্ধে- দুর্নীতি দমন কমিশন, না কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান– এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, ‘এটা ভেরি কনফিডেনসিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না।

তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’

অপর এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না।

আমাদের কিছু অভিযোগ ছিল সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ