ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১, ০৪ শাওয়াল ১৪৪৬
যুক্তরাষ্ট্রেই দক্ষ লোকের চাহিদা এক কোটির ওপর

বিশ্বে কর্মীসংকটে ব্যবসাপ্রতিষ্ঠান

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
বিশ্বে কর্মীসংকটে ব্যবসাপ্রতিষ্ঠান
করোনা-পরবর্তী দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হলেও পাচ্ছে না কম্পানিগুলো

নার্স খুঁজে পাচ্ছে না কানাডার অনেক হাসপাতাল, অস্ট্রেলিয়ায় প্রকৌশলীর ঘাটতি ব্যাপক, পানির পাইপলাইন মেরামত মিস্ত্রির ঘাটতিতে রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্রের ডাক বিভাগে আরো কর্মী প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, করোনার সময় যে ‘গ্রেট পদত্যাগ’ হয়েছিল, করোনা-পরবর্তী বিধি-নিষেধ উঠে গেলেও সেসব শূন্যস্থান এখনো পূরণ হয়নি।

পূর্ব জার্মানির সফটওয়্যার কম্পানি কারেন্টসিস্টেম-২৩-এর সিইও মিখায়েল ব্লুম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কর্মী খুঁজতে গিয়ে অনেক বেগ পোহাতে হচ্ছে। যেদিকেই তাকাচ্ছি, দক্ষ কর্মীর অভাব প্রকট।

ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ জার্মানিতে আট লাখ ৮৭ হাজার কর্ম খালি রয়েছে। আগস্টের কর্ম খালির এই হিসাব গত বছরের একই সময়ের চেয়ে এক লাখ আট হাজার বেশি।

\"\"

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্টুরেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনে লাগিয়ে রাখা হয়েছে ‘হেল্প ওয়ান্ডেট’ কর্মী নিয়োগের বিজ্ঞাপন। সেখানে গত জুলাই পর্যন্ত এক কোটি ১০ লাখ কর্ম খালি ছিল।

অর্থাৎ প্রতিজন চাকরিপ্রার্থীর বিপরীতে দুটি পদ খালি।

ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ আরিয়েনে কার্টিস বলেন, ‘বিশ্বজুড়ে কর্ম খালির সংখ্যা খুবই বেশি। জরিপে দেখা যাচ্ছ এবং কম্পানিগুলোও বলছে এসব পদ পূরণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। ’ তিনি বলেন, ‘পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার কম্পানিগুলো অত্যন্ত কঠিন সময় পার করছে, দক্ষ কর্মীর পদ তারা পূরণ করতেই পারছে না।

যদিও পূর্ব ইউরোপ, তুরস্ক ও লাতিন আমেরিকায়ও একই সমস্যা চলছে।’

জুলাই মাসে প্রকাশিত ওইসিডির এক প্রতিবেদনে বলা হয়, করোনাপূর্ববর্তী সময়ের তুলনায় ২০২১ সালের শেষ নাগাদ শূন্যপদ থেকে বেকারত্বের হার ব্যাপকভাবে বেড়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনে। গত জুলাইয়ে ব্রিটেনে বেকারত্ব কমে হয়েছে ৩.৬ শতাংশ, যা ৪৮ বছরে সর্বনিম্ন।

কর্মীসংকটে বিশ্বের বিভিন্ন দেশের অনেক খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন—যুক্তরাষ্ট্রের টেক্সাসে শিক্ষকের অভাব থেকে শুরু করে ইতালির হসপিটালিটি খাত এবং কানাডার স্বাস্থ্য খাতে ব্যাপক কর্মীসংকট।

এই অবস্থায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ফার্মেসি, কানাডার আলবার্তায় হাসপাতাল সেবা এবং অস্ট্রেলিয়ার সানশাইন উপকূলে রেস্টুরেন্ট কর্মীর অভাবে দিনের কিছু সময় বন্ধ রাখতে হয়। প্যারিসভিত্তিক একটি নিয়োগ প্রতিষ্ঠানের সহকারী প্রধান ক্লেমেন্ট ভেরিয়ার বলেন, ‘একটা সময় ছিল, যখন কম্পানি পাওয়া কঠিন ছিল, যারা কর্মী খুঁজছে। আর এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে, নিয়োগ বিজ্ঞাপন ঝুলছে; কিন্তু কর্মী নেই। ’ তিনি আরো বলেন, ‘আমরা দেখছি বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী, যাঁরা নিয়োগপ্রক্রিয়ার মাঝখানে না জানিয়েই হাওয়া হয়ে যাচ্ছেন। অর্থাৎ মানসিকতার পরিবর্তন।’

বিশ্লেষকরা বলছেন, কর্মীঘাটতির এ সমস্যা অনেক কারণেই হচ্ছে। অনেক কর্মী বয়স শেষ হওয়ার আগেই অবসরে চলে গেছেন, অনেকেই আবার দীর্ঘ মেয়াদে কভিড লক্ষণে ভুগছেন, কেউ কেউ কম বেতনের কারণে যোগ দিচ্ছেন না। আরো কিছু কারণের মধ্যে রয়েছে করোনার লকডাউনে অভিবাসন ব্যাপকভাবে কমে যাওয়া, মানুষ শহর ছেড়ে গ্রামে চলে গেছে আবার অনেক কর্মী বর্তমান বাস্তবতায় ক্যারিয়ার পছন্দও পাল্টে ফেলছেন। সূত্র : এএফপি।

মন্তব্য

মার্কিন শুল্ক : কী দেখছে বাংলাদেশ সরকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা

বিবিসি বাংলা
বিবিসি বাংলা
শেয়ার
মার্কিন শুল্ক : কী দেখছে বাংলাদেশ সরকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা
ছবি : এএফপি

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে, এর প্রভাব নিয়ে ঢাকায় চলছে নানা হিসাব-নিকাশ। অর্থনীতিবিদদের অনেকে বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে পোশাক শিল্পে।

যুক্তরাষ্ট্র এটাকে রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বলে অভিহিত করেছে। তারা বলেছে, যেসব দেশ এতদিন মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক নির্ধারণ করে রেখেছিল, সেইসব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হচ্ছে, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে ৩৭ শতাংশ নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

আগামী নয়ই এপ্রিল থেকে এই উচ্চতর শুল্ক আরোপ শুরু হবে। বাংলাদেশি পণ্যের ওপর আগে যুক্তরাষ্ট্রে গড়ে শুল্ক ছিল ১৫ শতাংশ।

অর্থাৎ, নতুন ও পুরাতন মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে এখন থেকে গড়ে ৫২ শতাংশ শুল্ক আরোপ হবে, বলছেন ঢাকায় অর্থনীতিবিদদের অনেকে।

এ ছাড়া, বাংলাদেশে মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে ৭৪ শতাংশ শুল্ক রয়েছে বলে যে বক্তব্য দেওয়া হয়েছে, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা।

তাদের মতে, বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর গড়ে সাত থেকে আট শতাংশ শুল্ক আরোপ করে থাকে।

এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কী কারণে বা কিসের ভিত্তিতে ৭৪ শতাংশ শুল্কের কথা বলছে, সে বিষয়টি দ্রুত স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

অবশ্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর প্রযোজ্য শুল্কহার পর্যালোচনা করছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের পণ্যে ৭৪ শতাংশ শুল্ক নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ, যা ইউএসটিআর নামে পরিচিত, তাতে বলা হয়েছে, ২০২৪ সালে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক এক হাজার ৬০ কোটি ডলার। ওই বছর যুক্তরাষ্ট্র থেকে ২২০ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৮৪০ কোটি ডলারের মতো।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে– কৃষিপণ্য যেমন, খাদ্যশস্য, বীজ, সয়াবিন, তুলা, গম এবং ভুট্টা।

এছাড়া যন্ত্রপাতি এবং লোহা ও ইস্পাত পণ্যওআসে বাংলাদেশে। আর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের মধ্যে আছে, তৈরি পোশাক, জুতা, টেক্সটাইল সামগ্রী ও কৃষিপণ্য।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ওপর খুবই কম শুল্ক আরোপ করে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক বসাল, তার যৌক্তিকতা কী? কিভাবে তারা এই ৭৪ শতাংশের হিসাবটা করল? যুক্তরাষ্ট্রের উল্লেখ করা ৭৪ শতাংশ শুল্কটা আমাদের নাই এবং মার্কিন পণ্যে বাংলাদেশে শুল্ক খুবই কম।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) বলছে যে তারা এখানে শুধু শুল্ক বিবেচনায় নেয়নি। এক্সচেঞ্জ রেট পলিসি, ট্রেড পলিসি এগুলোও বিবেচনায় নিয়েছে। ওগুলো বিবেচনায় নিলেও ৭৪ শতাংশ শুল্ক হারের বিষয়ে অস্পষ্টতা রয়ে যায়।’

এই অর্থনীতিবিদ উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২০২৪ সালে ২২০ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে, এর বড় অংশই ছিল তুলা। বাংলাদেশে তুলার ওপর আমদানি শুল্ক ছিল শূন্য। ওই বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে লোহা ও পেট্রোলিয়াম আমদানি করা হয়েছে, যেগুলোর আমদানি শুল্ক যথাক্রমে শূন্য ও ৩১ শতাংশ।

তিনি বলেন, ‘সব মিলিয়ে গড়ে আমদানি শুল্ক হয় সাত-আট শতাংশ হবে।’

আরেক অর্থনীতিবিদ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘৭৪ শতাংশের বিপরীতে ৩৭ শতাংশ কিভাবে এলো বুঝে ব্যবস্থা নেওয়া উচিত।’

তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মো. মহিউদ্দিন রুবেলও একইভাবে ব্যাখ্যা করছেন।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন এই ৭৪ শতাংশ শুল্কের বিষয়টি কিভাবে নির্ধারণ করেছে, তা জানি না। এটি বাংলাদেশ সরকারের হিসাব নয়। যুক্তরাষ্ট্র ওখানে অনেককিছু যোগ করেছে।’

যদিও গত বুধবার শুল্ক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যারা আমেরিকান পণ্যের ওপর অসম শুল্ক আরোপ করেছে, যুক্তরাষ্ট্রও তাদের ওপর এই পাল্টা শুল্ক আরোপ করছে।

তবে, ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক অন্যদের আরোপিত শুল্কের প্রায় অর্ধেক। সুতরাং, সেই হিসাবে পুরোপুরি পাল্টা শুল্ক হচ্ছে না। তবে হ্যাঁ, আমি তা করতে পারতাম। কিন্তু এটি করলে অনেক দেশের জন্য কঠিন হয়ে যেত। আমি তা করতে চাইনি।’

বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে?

অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক খাতে আঘাত হানবে। এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের দাম বেড়ে যাবে।

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের কাছে দাম বেশি হলে তৈরি পোশাকের চাহিদা কমে যেতে পারে । ফলে, তখন সামগ্রিকভাবে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা আছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘শুল্ক আরোপের কারণে শুধু বাংলাদেশে প্রভাব পড়বে না। এতে করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দার আশঙ্কা বেড়ে গেছে, এই কারণে তাদের জিডিপি কমে যাবে।’

তিনি বলেন, ‘একদিকে তাদের আয় কমবে, অন্যদিকে দাম বাড়বে। মার্কিন ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। এর একটি প্রভাব বাংলাদেশসহ সারা বিশ্বেই পড়বে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপেও চাহিদা কমে যাবে।’

জাহিদ হোসেন জানান, বাংলাদেশ থেকে গত বছর যুক্তরাষ্ট্রে ৮৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে তৈরি পোশাকই রপ্তানি হয়েছে ৭৪০ কোটি ডলারের। এর বাইরে ব্যাগ, প্লাস্টিক, জুতা, কৃষিপণ্যও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে।

খান্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘সাধারণত বাংলাদেশ থেকে যে ধরনের পণ্য যুক্তরাষ্ট্র আমদানি করে, তা কম দামী। কারণ এখানে শ্রমিক খরচ কম। কিন্তু এই নতুন আরোপ করা শুল্কের কারণে তখন একই পণ্যের দাম আগের চেয়ে বেড়ে যাবে।’

অর্থনীতিবিদরা মনে করেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের সিংহভাগ জায়গা দখল করে আছে তৈরি পোশাক খাত। ফলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করায়এর প্রভাব বেশি পড়বে পোশাক খাতে।

তৈরি পোশাক শিল্পের মালিকরাও পরিস্থিতিটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। মহিউদ্দিন রুবেল বলেন, ‘বিদেশি ক্রেতারা বাংলাদেশে এসেছেই সস্তা শ্রম ও মূল্যের জন্য। যেখানে সস্তা পাবে, সেখানেই তারা যাবে। এটাই তাদের ব্যবসা। ব্র্যান্ডগুলো কখনোই চাইবে না যে বেশি টাকায় পণ্য কিনুক। সুতরাং, বাংলাদেশি তৈরি পোশাকের দাম বেড়ে গেলে মার্কিন "বায়াররা বিকল্প খুঁজবে।’

এ ক্ষেত্রে, তাদের জন্য সম্ভাব্য গন্তব্য হতে পারে কেনিয়া, মিশর কিংবা হন্ডুরাসের মতো দেশ। কারণ ওই দেশগুলোতে শুল্কের হার ১০ শতাংশ এবং ওগুলো যুক্তরাষ্ট্র থেকে কাছেও। এতে তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই খাত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, মনে করেন মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, ‘আমাদের ইউরোপের কথাও মাথায় রাখতে হবে। দুই মার্কেটেই একই ঘটনা ঘটলে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না।’

যা বলছে সরকার, সমাধান কোথায়

যুক্তরাষ্ট্র উচ্চ হারে শুল্ক আরোপের পর বাংলাদেশে আমদানি করা মার্কিন পণ্যের শুল্কহার পর্যালোচনা করার কথা বলেছে অন্তর্বর্তী সরকার।

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দূঢ় আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।’

বৃহস্পতিবার ব্যাঙ্কক থেকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ কথা বলেন।

এ ছাড়া শফিকুল আলম বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর প্রযোজ্য শুল্কহার পর্যালোচনা করছে বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুততম সময়ে শুল্ক যৌক্তিককরণের বিকল্পগুলো খুঁজে বের করবে, যা এ বিষয়ে কার্যকর সমাধানের জন্য জরুরি।’

এদিকে, অর্থনীতিবিদরা মনে করেন, বাংলাদেশের এখন স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী, দুই ধরনের করণীয় আছে। দীর্ঘমেয়াদীর মাঝে একটি করণীয় হলো– নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। তবে আপাতত দ্রুত দর কষাকষিতে যেতে হবে। বিশেষ করে, তৈরি পোশাক নিয়ে।

কারণ যেহেতু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে তুলা আমদানিতে শূন্য এবং তুলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহৎ আমদানিকারক দেশ হলো বাংলাদেশ।

সিপিডির মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা তাদেরকে বলতে পারি যে এই তুলা ব্যবহার করেই তৈরি পোশাক প্রস্তুত করে তা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করছি, আমাদের তৈরি পোশাকের মাঝে মার্কিন পণ্য নিহিত আছে।’

তিনি উল্লেখ করেন, ‘মার্কিন পণ্য ব্যবহার করে যারা যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে, তাদের সাথে কিছুটা শৈথিল্য দেখানোর কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই, এ ব্যাপারে আমরা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারি।’

তবে যেহেতু শুধু বাংলাদেশের জন্য নয়, বিভিন্ন দেশের প্রতি এই শুল্ক আরোপ করা হয়েছে, অন্যান্য দেশ কোন ধরনের কৌশল নেয়, সেটাও দেখার বিষয় রয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘একেক দেশ একেকভাবে কৌশল অবলম্বন করবে। চীন এই অতিরিক্ত শুল্কের উত্তর হিসাবে অতিরিক্ত আমদানি শুল্ক বসাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও হয়তো একই পথে যাবে। বাংলাদেশকেও চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নিতে হবে।’

ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এই শুল্ক নীতি টিকে থাকলে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে জানিয়ে অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘এই পলিসি না-ও টিকতে পারে। কারণ যাদের ওপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে, তারা বলছে যে আমরাও ব্যবস্থা নিচ্ছি।’

কিন্তু এই নীতির পরিবর্তন না হলে বাংলাদেশকে শক্ত অবস্থানে যেতে হবে বলে মনে করেন তিনি। কারণ এই নতুন আরোপিত শুল্ক অবিলম্বে কার্যকর হতে যাচ্ছে।

‘তাই, যে পণ্যগুলো এখনও জাহাজে আছে, বন্দরে পৌঁছায়নি বা বন্দরে পৌঁছালেও কাস্টমস ক্লিয়ারেন্স হয়নি, ওগুলোর ওপরও এই নতুন শুল্ক আরোপ হবে। আর যেগুলো উৎপাদনে আছে, সেগুলোর ওপরও নতুন শুল্ক প্রযোজ্য হবে,’ বলেন জাহিদ হোসেন।

এ ক্ষেত্রে বায়ারদের কাছ থেকে বাংলাদেশের ওপর দাম কমানোর চাপ আসবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা।

জাহিদ হোসেন বলেন, ‘এখানে অন্য দেশগুলোর কৌশল পর্যবেক্ষণ করে আমাদের যৌথভাবে সমঝোতার চেষ্টা করতে হবে, যেন আমাদের ওপর এই বোঝা না চাপানো হয়।’

মন্তব্য

ট্রাম্পের পাল্টা শুল্কে দুশ্চিন্তায় তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রাম্পের পাল্টা শুল্কে দুশ্চিন্তায় তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেছে। ফলে বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্ক বসবে; এতদিন যা ছিল গড়ে ১৫ শতাংশ। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। যে কারণে ট্রাম্পের নতুন এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি করা মোট তৈরি পোশাকের ১৮ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে পোশাক রপ্তানিকারক প্রায় সব দেশের ওপর পাল্টা শুল্ক বসেছে। তবু, শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। শীর্ষ দশ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে শুধু মেক্সিকোর ওপর নতুন এই শুল্ক আরোপ করেনি যুক্তরাষ্ট্র।

পোশাক রপ্তানিকারকরা বলছেন, শুল্ক আরোপের কারণে প্রভাব পড়বে। শুল্ক বৃদ্ধি পাওয়ায় মার্কিন বাজারে পণ্যের দাম বাড়বে। পণ্যের চাহিদা কমবে। যত দ্রুত সম্ভব সরকারি পর্যায়ে পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করতে হবে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক। ২০২৪ সালে বাংলাদেশ ৭৩৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে।

আরো পড়ুন
শুল্কারোপের কষ্ট মূল্যবান হবে : ট্রাম্প

শুল্কারোপের কষ্ট মূল্যবান হবে : ট্রাম্প

 

যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা ৭ হাজার ৯২৬ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। এরমধ্যে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে—চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া, পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দূঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।’

মন্তব্য

ভারত থেকে এলো ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভারত থেকে এলো ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত  থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি এইচটি ইউনিটি নামের একটি জাহাজ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় খাদ্য মন্ত্রণালয়।

আরো পড়ুন
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। চাল খালাসের  কার্যক্রম দ্রুত শুরু হবে।

এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এতে আরো বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে মোট চার লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতিমধ্যে চুক্তি মোতাবেক তিন লাখ ছয় হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

 
 

প্রাসঙ্গিক
মন্তব্য

তিন মাসে ১৪ বার বেড়েছে সোনার দাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তিন মাসে ১৪ বার বেড়েছে সোনার দাম

বিশ্ব বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে সোনার দাম। গত তিন মাসে এই অলঙ্কারটির দাম বেড়েছে ১৪ বার। কমেছে মাত্র ৩ বার। এক বছর আগে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ১১ হাজার টাকা।

এক বছরের ব্যবধানে প্রায় ৪৭ হাজার টাকা বেড়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার বেশি। 

আরো পড়ুন
যেসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যেসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নিয়মিতই সোনার হালনাগাদ দাম প্রকাশ করে থাকে। বাজুস চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ) মোট ১৭ বার সোনার দাম পরিবর্তনের কথা জানিয়েছে।

এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৪ বার আর দাম কমানো হয়েছে মাত্র ৩ বার।

চলতি বছরের ১৫ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। তখন ভরিপ্রতি (২২ ক্যারেট) দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ গত ২৮ মার্চ দাম আরো বাড়িয়ে ভরিপ্রতি (২২ ক্যারেট) ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা নির্ধারণ করা হয়।

দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ বা রেকর্ড দাম। 

আরো পড়ুন
ফ্রিজে খাবার সতেজ রাখার সহজ উপায়

ফ্রিজে খাবার সতেজ রাখার সহজ উপায়

 

বর্তমানে ২১ ক্যারেট মানের সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও তার জেরে শুল্ক যুদ্ধের আশঙ্কা। ফলে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে। নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকে সোনার দিকে ঝুঁকছেন।

শেয়ারবাজার থেকে পুঁজি প্রত্যাহার করেও অনেকে সোনা কিনছেন।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ