<p style="text-align:justify">করদাতার জাতীয় পরিচয়পত্র আছে। কিন্তু নিজের নামে বায়োমেট্রিক সিম নেই। ফলে করদাতা অনলাইনে রিটার্ন (ই-রিটার্ন) দাখিল করতে পারছেন না। চিন্তা নেই। এখন থেকে বায়োমেট্রিক সিম না থাকলেও ই-রিটার্ন দাখিল করা যাবে।</p> <p style="text-align:justify">অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ রবিবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল করতে হলে একজন করদাতাকে ই-রিটার্ন পোর্টালে প্রথমে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হয়। নিবন্ধন করতে হলে করদাতার জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত ‘বায়োমেট্রিক সিম’ থাকতে হবে। কোনো করদাতার সিম নিজের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কি না, তা যাচাই করতে হলে *১৬০০# নম্বরে ডায়াল করলে চলে আসবে। বায়োমেট্রিক সিম না হলে ই-রিটার্ন পোর্টালে ওই করদাতা নিবন্ধন করতে পারবেন না। তবে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে এনবিআর উদ্যোগ নিয়েছে।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না—তাদের জন্য এনবিআর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। করদাতারা এনবিআরের দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন), এনবিআরের সপ্তম তলা (লিফটের-৬), রুম নং-৭১৭ স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন করবেন। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন ই-রিটার্ন সিস্টেম এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, ইতোমধ্যে অনলাইনে রিটার্ন দাখিলকারীর সংখ্যা প্রায় ১০ লাখ ছাড়িয়েছে। জরিমানা ছাড়াই করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইনে সহজে রিটার্ন দাখিল করতে পারবেন।</p>