সরকারি কর্মচারীরা জিপিএফ-সিপিএফ থেকে কেমন মুনাফা পাবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারি কর্মচারীরা জিপিএফ-সিপিএফ থেকে কেমন মুনাফা পাবেন
সংগৃহীত ছবি

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) রাখা আমানতে মুনাফার হার আগের মতো রাখা হলেও তা এখনো আকর্ষণীয়। তারা জিপিএফ ও সিপিএফ আমানতের ওপর ১১ থেকে ১৩ শতাংশ হারে মুনাফা পাবেন।

রাষ্ট্রপতির আদেশে বুধবার (২৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জিপিএফ এবং সিপিএফের মুনাফার হার নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মিতু মরিয়ম।

আরো পড়ুন
দিনের ভোট রাতেই, বিকেলে শুধু বিজয়ীর নাম ঘোষণা : মান্না

দিনের ভোট রাতেই, বিকেলে শুধু বিজয়ীর নাম ঘোষণা : মান্না

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড রুলস-১৯৭৯ এর রুল ১২(১) এবং দ্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রুলস-১৯৭৯ এর রুল ১২ এর বিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিসাবে অন্তর্ভুক্ত সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জন্য ২০২৩-২৩ অর্থবছরে মুনাফার হার স্লাবভিত্তিক নির্ধারণ করা হয়েছে।

সরকারি কর্মচারীরা ১৫ লাখ টাকা পর্যন্ত ১৩ শতাংশ মুনাফা পাবেন। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত মুনাফা পাবেন ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি পর্যন্ত আমানতের জন্য মুনাফা পাবেন ১১ শতাংশ।

আরো বলা হয়েছে, সব সিপিএফভুক্ত প্রতিষ্ঠানের (স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন ইত্যাদি) আর্থিক সংগতি একরকম না হওয়ায় প্রতিষ্ঠান তাদের নিজস্ব আর্থিক বিধিবিধান ও আর্থিক সামর্থ্য অনুযায়ী, এই হারকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সিপিএফে জমা হওয়া আমানতের ওপর হ্রাসকৃত হারে মুনাফা নির্ধারণ করতে পারবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি : সংগৃহীত

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার রাতে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালনা বোর্ডের ৬৫তম সভায় যোগ দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকার চাল-ডাল আমদানি করছে এবং মজুদ করে রাখছে। পাশাপাশি বাজার মনিটরও করা হবে।

কোনো ব্যবসায়ী যাতে করে খাদ্যপণ্যের দাম না বাড়াতে পারে, সে জন্য সরকার যথেষ্ট সজাগ।’

তিনি আরো বলেন, ‘আমাদের গ্যাস এনার্জি রেগুলেটর পর্যাপ্ত রয়েছে। তাই লোডশেডিং হওয়ার সম্ভাবনাও অনেক কম।’

এ সময় মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সোনার দাম ভরিতে কমল ১১৫৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সোনার দাম ভরিতে কমল ১১৫৫ টাকা
সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা কয়েক দফা বাড়ার পর এবার সোনার দাম কমেছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম এক হাজার ১৫৫ টাকা কমে এক লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা হয়েছে। আগামীকাল সোমবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

রবিবার (২৩ জুলাই) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্য হ্রাসের তথ্য জানায়।

 

আরো পড়ুন
নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

 

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২৫ হাজার ৪৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৩ হাজার  ৪০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন
নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

 

অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রম্নপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়।

আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফেব্রুয়ারির ২২ দিনে প্রবাস আয় এসেছে ১৯২ কোটি ডলার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেব্রুয়ারির ২২ দিনে প্রবাস আয় এসেছে ১৯২ কোটি ডলার
সংগৃহীত ছবি

চলতি ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে ১৯২ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার প্রবাস আয় দেশে এসেছে। দৈনিক গড়ে প্রবাস আয় এসেছে প্রায় ৮ কোটি ৭৭ লাখ ডলার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।

এদিকে গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। আর ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।  এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

মন্তব্য

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান
সংগৃহীত ছবি

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরো পড়ুন
সাভারে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ

 

এর আগে, ২০ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ