সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় লাগা আগুনে দগ্ধ হয়েছে নারী-শিশুসহ অন্তত ৭ জন। তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের হেমায়েতপুর নালিয়াশুর এলাকার নোয়াব আলীর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন- জিসান (২০), সোলেমান (১৮), শিল্পী (৪০) তার ছেলে সজীব (৭), হালিমা আক্তার (৪০), আমেনা বেগম (৬০) ও সুজাত মোল্লা (২৭)।
তারা সবাই আত্মীয়-স্বজন বলে জানিয়েছেন স্থানীয়রা। যদিও তাৎক্ষণিকভাবে দগ্ধদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।
আহত রোগী স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় বাড়িতে আসা অতিথিদের বিদায় জানাতে পরিবারের সদস্যরা বাহিরে যায়। এসময় তালাবদ্ধ একটি কক্ষ থেকে গ্যাসের গন্ধ পান তারা।
এর কিছুক্ষণ পর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটলে আশেপাশে থাকা শিশু ও নারীসহ ৭ জন অগ্নিদগ্ধ হন। এসময় প্রতিবেশীরা দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
যোগাযোগ করলে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার পলাশ বলেন, সাভারের হেমায়েতপুর থেকে নারী ও শিশুসহ অগ্নিদগ্ধ ৭ জনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।