<p>ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।</p> <p>আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থীরা। পরে একটি মিছিল নিয়ে তারা ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে সাড়ে সকাল ১১টার দিকে তারা মিছিল নিয়ে আবার নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732422751-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450021" target="_blank"> </a></div> </div> <p>আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের ১১ দাবির মধ্যে একটি দাবি ছিল রিকশাওয়ালাকে শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ওই একটি দাবি পূরণের জন্য তারা প্রশাসনকে দুদিনের সময় বেধে দিয়েছিলেন। কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাওয়ায় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন এবং প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছেন।</p> <p>মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন নিরব বলেন, ‘আমাদের ১১ দফার মূল দাবি ছিল, রাচির হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। এখনো পর্যন্ত হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই আমরা আজকে নতুন প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। আমাদের দাবি আদায় হওয়ার আগপর্যন্ত নতুন প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732422751-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহারে অনীহা, অনির্দিষ্টকালের বাস ধর্মঘট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450021" target="_blank"> </a></div> </div>