<p>সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বোয়ালিয়াতে এই দুর্ঘটনা ঘটে। বিষয় নিশ্চিত করেছেন হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।</p> <p>নিহতরা হলেন- উল্লাপাড়ার মাটিকাটা পাঙ্গাসীর মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং শাহজাদপুরের রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামে ছেলে নাইমুর রহমান (২২)।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হত্যা মামলায় শাজাহান খান ও সাবেক গোলাপ কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/24/1732437169-713eda604b697aa7648eb2c3e590d123.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হত্যা মামলায় শাজাহান খান ও সাবেক গোলাপ কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/24/1450079" target="_blank"> </a></div> </div> <p>হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে পৌঁছে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক মারা যান ও সাথে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।</p>