<p>দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেডের প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি ISO/IEC 17025:2017 সনদ অর্জন করেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এ স্বীকৃতি দিয়েছে, যা গবেষণা ও মান নিয়ন্ত্রণে এসিআই ফুডসের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।</p> <p>এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই ফুডস লিমিটেডের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন এ অর্জনকে এসিআই ফুডসের মান নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে অভিহিত করেন।</p> <p>এ সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে এশিয়া প্যাসিফিক অ্যাক্রেডিটেশন কোঅপারেশন (এপিএসি) এবং ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কোঅপারেশন (আইএলএসি)-এর পারস্পরিক স্বীকৃতি ব্যবস্থার (মিউচ্যুয়াল রেকগনিশন অ্যারেঞ্জমেন্ট- এমআরএ) অন্তর্ভুক্ত হয়েছে এসিআই ফুডস। এর ফলে তাদের পরীক্ষাগার থেকে প্রাপ্ত রিপোর্টগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, যা বাংলাদেশের খাদ্য পণ্যের গুণগত মানের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি করবে এবং বৈদেশিক বাজারে প্রবেশের সুযোগকে আরও শক্তিশালী করবে।</p> <p>এসিআই ফুডসের কর্মকর্তারা জানান, এ স্বীকৃতি তাদের আরও উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী পরীক্ষার পদ্ধতি প্রয়োগের সুযোগ দেবে, যা বাংলাদেশের খাদ্য শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে এসিআই ফুডস তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।</p>