<p>যশোরে শেখহাটি হাইকোর্টের মোড়ে কল্পনীড়ের এসিআই অ্যাগ্রো ডিস্ট্রিবিউশন কম্পানিতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতদল অফিসে ঢুকে ক্যাশ ও ভোল্টে রক্ষিত ১৫ লাখ ৫৯ হাজার টাকার নিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। রবিবার সকালে খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।</p> <p>পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ৫ নম্বর উপশহর ইউনিয়নের সেক্টর-১০ শেখ আবু তালেবের ছয় তলা ভবনের এসিআই কম্পানির অফিসে ১৫/১৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করেন। তারা দুই সিকিউরিটি গার্ড সোহেল রানা ও সজীব কুমার বিশ্বাসকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ, মুখ বেঁধে বাথরুমের কাছে আটকে রাখেন। এরপর ভবনের মূল ফটক দিয়ে অফিসের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা কম্পানির দোতলায় ভোল্টে রাখা ১২ লাখ ৯৫ হাজার টাকা (ভোল্ট সহ) ও অফিসের ক্যাশ ড্রয়ারে রাখা ২ লাখ ৬৪ হাজার টাকা এবং সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে ভোর সাড়ে ৪ টার দিকে পিকআপে করে চলে যান।</p> <p>প্রতিষ্ঠানের সিনিয়র ডিপো ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ভবনের এক ও দুইতলায় তাদের অফিস। সেখানে টাকা পয়সা ও মালামাল থাকে। শনিবার রাতে সকলেই ঠিকঠাকভাবে বন্ধ করে যান। সকালে বাড়ির মালিকের কাছ থেকে জানতে পারেন এ ঘটনা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যশোরে গণমানুষের জন্য গণ অধিকারের ‘স্বস্তির বাজার’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730994915-83330f8478762d0ea7040cfd5493e1e2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যশোরে গণমানুষের জন্য গণ অধিকারের ‘স্বস্তির বাজার’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443992" target="_blank"> </a></div> </div> <p>খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরানসহ পুলিশ কর্মকর্তারা।</p> <p>জুয়েল ইমরান জানান, তিনতলার একটি সরকারি প্রতিষ্ঠানের ক্যামেরা থেকে কিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে ঘটনার বেশ কিছু চিত্র উঠে এসেছে। তাছাড়া গামছা, ভাঙ্গা তালাসহ বিভিন্ন আলামতও তারা সংগ্রহ করেছেন। সার্বিক বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। জড়িতদের ধরতে একাধিক টিম মাঠে রয়েছে।</p>