ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ইনজেকশন দেওয়ার নাম করে যৌন নির্যাতন, চিকিৎসক গ্রেপ্তার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
ইনজেকশন দেওয়ার নাম করে যৌন নির্যাতন, চিকিৎসক গ্রেপ্তার

গলাচিপায় ইনজেকশন দিতে গিয়ে পল্লী চিকিৎকের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটের বটতলায় স্থানীয় পল্লী চিকিৎক আব্দুর রব মৃধাকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ শনিবার রাতেই পল্লী চিকিৎসককে অভিযুক্ত করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত পল্লী চিকিৎক আব্দুর রবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর খেয়াঘাটের বটতলা এলাকার বাজারে স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রব মৃধার 'নুপুর ফার্মেসি'তে যান ওই গৃহবধূ। শনিবার সন্ধ্যায় জন্ম বিরতিকরণ ইনজেকশন দিতে গেলে ওই গৃহবধূর স্বামীকে ফার্মেসির সামনে রেখে গৃহবধূকে চেম্বারের পেছনে নিয়ে যান। সেখানে টিকা দিতে গিয়ে পল্লী চিকিৎসক রব মৃধা গৃহবধূকে বোরকা খুলতে বলেন। ওই গৃহবধূ বোরকা খুলতে রাজি হয়নি।

এ সময় তিনি জোরপূর্বক বোরকা খুলতে চেষ্টা করে। একই সঙ্গে ওই পল্লী চিকিৎসক গৃহবধূর শরীরে হাত দিয়ে যৌন নির্যাতন করেন।

একপর্যায় গৃহবধূ চিৎকার দিলে চেম্বারের সামনে বসা তার স্বামীসহ লোকজন চেম্বারের পেছনের কক্ষে ঢুকলে অভিযুক্ত পল্লী চিকিৎসক চেম্বার থেকে দৌড়ে পালিয়ে যায়।

গলাচিপা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, আব্দুর রব মৃধা আমাদের সমিতির সদস্য নয়।

এ ধরনের ঘটনার আমরা নিন্দা জানাই।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিপীড়নের শিকার গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। শনিবার রাতেই অভিযুক্ত পল্লী চিকিৎসক আব্দুর রব মৃধাকে গ্রেপ্তার করে রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

ঈদে বাজি ফাটানো নিয়ে রাজৈরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
ঈদে বাজি ফাটানো নিয়ে রাজৈরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

মাদারীপুরের রাজৈরে ঈদে বাজি ফাটানোয় বাধা দেওয়ার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার বেপারিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লাভলুর ছেলে সালাউদ্দিন (১৮), হায়দার আকনের ছেলে সাগর আকন (২৩), মাহবুব মোল্লার ছেলে ওমর মোল্লা (২২), হুমায়ুন খানের ছেলে ইমন খান (২০), হাবি শেখের ছেলে সাব্বির শেখ (১৮), রাজৈর থানার পুলিশ সদস্য জুয়েনসহ ৯ জন রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, তদন্ত ওসি সঞ্চয় কুমার ঘোষ ও এসআই তারেকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী গত ২ এপ্রিল রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় পশ্চিম রাজৈর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা এতে বাধা দেয়।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ৩ এপ্রিল সকালে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। এ ঘটনায় জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদী হয়ে জুনায়েদসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। 

এ ঘটনার জেরে শনিবার (১২ এপ্রিল) রাতে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

কয়েক ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ উভয়পক্ষের ২৫ জন আহত হন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমাদের পুলিশ সদস্যসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মন্তব্য

ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়বে না

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়বে না
ফাইল ছবি

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, এই ট্রান্সশিপমেন্ট চুক্তির মাধ্যমে ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য যেত। এখন যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানিসক্ষমতাকে আমরা বাড়িয়ে তুলতে পারব।

গতকাল যশোর শহরের টাউন হল ময়দানে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন। যশোরে এক সময় প্রতি বছর শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হতো। কিন্তু নানা কারণে ১২ বছর এ মেলা হয়নি।
এর আগে সকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। শহরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব স্তরের কর্মীকে নতুন উদ্যোমে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শ্রেণিকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দিতে হবে।

ঋণ আদায়ে কর্মীদের সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশনাও দেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এ ছাড়া ব্যাংকটি পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সাত্তার সরকার, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দীনসহ খুলনা অঞ্চলের ২০টি শাখার শাখা ব্যবস্থাপক, অপরেশন্স ম্যানেজার ও আটটি উপশাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

মন্তব্য

মির্জাপুরে বিএনপি নেতাকে পিটিয়ে আহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
মির্জাপুরে বিএনপি নেতাকে পিটিয়ে আহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানাকে পিটিয়ে আহত করা হয়েছে। জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালায় বলে অভিযোগে জানা গেছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া রেলগেট বাজারে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আব্দুল মান্নানকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, অনলাইন জুয়া, জমি দখল, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি আব্দুল মান্নান রানা স্থানীয় একটি জনসভায় বক্তব্য দেন। সমাবেশের আগে ও পরে কয়েকটি স্থানে জমি দখলের চেষ্টা চালায় স্থানীয় একটি প্রভাবশালী মহল। আব্দুল মান্নান রানা নিরীহ মানুষের পক্ষ নিয়ে জমি দখলের প্রতিবাদ করেন। এতে তার ওপর ক্ষিপ্ত হন মহলটির সদস্যরা।

মান্নানের ওপর হামলা চালাতে সুযোগ খুঁজতে থাকেন তারা। শনিবার দুপুরে আব্দুল মান্নান রেল ক্রসিং এলাকায় ব্যক্তিগত অফিসে বসেছিলেন। এ সময় স্বল্প মহেড়া গ্রামের মহসিন মিয়ার ছেলে পাপন মিয়া, আজমত মিয়ার ছেলে আলিফ মিয়া, আবু মিয়ার ছেলে যুবরাজ মিয়া ওই অফিসে গিয়ে মান্নানের ওপর অতর্কিত হামলা চালায়। তারা লোহার পাইপ ও রড দিয়ে মান্নানকে পিটিয়ে আহত করে।
এ সময় মান্নান দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

আব্দুল মান্নান রানা বলেন, জমি দখল ও মাদকের বিরুদ্ধে কথা বলায় তার ওপর অতর্কিত হামলা করা হয়েছে। তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অভিযুক্ত আলিফ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা ৫ আগস্টের পর থেকে মাটি কাটাসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তিনি এলাকায় একজন অত্যাচারী মানুষ। এ ছাড়া তিনি আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ জন্য তার ওপর হামলা চালানো হয়েছে।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

কুমিল্লা ক্লাবের ফারুক আহমেদের অনুকরণীয় দৃষ্টান্ত

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
কুমিল্লা ক্লাবের ফারুক আহমেদের অনুকরণীয় দৃষ্টান্ত

ইসরাইলের বর্বর হামলায় পরিবার পরিজন হারানো ফিলিস্তিনের গাজার অভুক্ত ও অসহায় শতাধিক শিশু ও নারীকে উন্নত খাবার ও কিছু নগদ অর্থ প্রদান করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলভার ডেভলপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ। 

সম্প্রতি সশরীরে মিসরে গিয়ে ব্যক্তিগত উদ্যোগে এ মানবিক কর্মযজ্ঞ চালিয়ে ইতিমধ্যেই সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন অধ্যাপক ফারুক আহমেদ।

শনিবার (১২ এপ্রিল) এ মানবিক কর্মযজ্ঞের বিষয়টি নিয়ে কালের কণ্ঠের মাল্টিমিডিয়াতেও  অধ্যাপক ফারুক আহমেদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে।

জানা যায়, কুমিল্লা ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলভার ডেভলাপার্স লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহমেদ সম্প্রতি তার ব্যক্তিগত কাজে ফিলিস্তিন ও মিসরে যান।

সেসময় তিনি গাজায় বর্বর ইসরায়েলিদের নৃশংস হত্যাকাণ্ড এবং নারকীয় তাণ্ডব ও হামলার দৃশ্য সচক্ষে অবলোকন করে রীতিমত হতচকিত হয়ে যান।

পরে ইসরাইলের নারকীয় বোমা হামলায় গাজার স্বজন হারানো অসহায়, অভুক্ত শতাধিক নারী ও শিশুর পাশে ব্যক্তিগত উদ্যোগে খাবার ও সামর্থ অনুযায়ী অর্থ নিয়ে পাশে দাঁড়ান এই ফারুক আহমেদ।

এসময় তিনি মিসরের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি তিন ছাত্রের। সার্বিক সহযোগিতায় মিসরের একটি অভিজাত হোটেলে বাড়িঘর ও পরিবার পরিজন হারা ওইসব শিশু ও নারীদেরকে তিনি নিয়ে আসেন।

সেখানে তাদের সকলের জন্য উন্নত রাতের খাবারের ব্যবস্থা করেন। খাবার শেষে ফারুক আহমেদ অসহায় ওইসব নারী ও শিশুদের হাতে তার সামর্থ অনুয়ায়ী নগদ অর্থও তুলে দেন।

শুক্রবার (১১ এপ্রিল) দেশে ফিরে কুমিল্লা ক্লাবের সদস্যদের সঙ্গে অধ্যাপক ফারুক আহমেদ তার এ মানবিক সেবাদানের বিষয়টি তুলে ধরে তাদেরকেও গাজাবাসীদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানান।

এসময় কুমিল্লা ক্লাবের জেনারেল সেক্রেটারি আহমেদ শোয়েব সোহেল ও দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেব নাথ অপুসহ কুমিল্লা ক্লাবের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফারুক আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘আমি হলফ করে বলতে পারি, বিবেকবান কোন সুস্থ মানুষ বর্বর ইসরাইলের প্রায় প্রতিদিনের নারকীয় হামলায় পরিবার পরিজন হারা একেবারে নিঃস্ব হয়ে পড়া গাজাবাসীদের দুর্দশা স্বচক্ষে দেখলে কোনো মানুষ সুস্থ থাকতে পারবেন না। তাই আমি বিত্তবান ও হৃদয়বান বাংলাদেশিদেরকে সামর্থ অনুযায়ী ফিলিস্তিনের পাশে এখনই দাঁড়ানোর উদাত্ত আহবান জানাচ্ছি।’

এসময় কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল তার সহকর্মী, ক্লাবটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফারুক আহমেদের এমন মানবিক কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করে কালের কণ্ঠকে বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি বৃহৎ মানবিক কাজ। বিশেষ করে মিসরের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমাদের বাংলাদেশি তিন ছাত্রের সহযোগিতায় ফারুক ভাই তাঁর ব্যক্তিগত অর্থায়নে সেখানকার বাবা মা হারা শতাধিক শিশু ও স্বামী হারা নারীদের জন্য যেই প্রশংসনীয় কাজটুকু করে এসেছেন সেটি সত্যিই অনুকরণীয়।’

তিনি আরো বলেন, একদিনের জন্য হলেও অভুক্ত অসহায় শিশু ও নারীদের উন্নত খাবারের ব্যবস্থাসহ কিছু নগদ অর্থও তাদের হাতে তুলে দিয়ে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে গোটা দুনিয়ায় তিনি এসময়ে একটি দৃষ্টান্ত স্থাপন করে এসেছেন।

সেজন্য ফারুক ভাইকে আমরা ধন্যবাদ জানাই।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ