ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

'গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড গড়ে তোলা হবে'

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
শেয়ার
'গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড গড়ে তোলা হবে'

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কর্তৃক গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল এলাকায় প্রস্তাবিত ইপিজেড স্থাপনের লক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ইপিজেড স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশরাফুল কবির, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, সাবেক পৌর মেয়র মো. আতাউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতায় গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর সুগার মিল এলাকায় ১ হাজার ৮৪২ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এখানে ইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন ঘটবে। যা  জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ফলে গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগ হবে এবং বাঙালি নদী থেকে পানি উত্তোলন করে ইপিজেডে ব্যবহার করা হবে।

তিনি আরো বলেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনা এই এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের পূণর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করবেন। এ ছাড়া ইপিজেড স্থাপনের ফলে এই অঞ্চলের মানুষের শিক্ষা, রাস্তা ঘাটসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।

তিনি আরো বলেন, পটুয়াখালি, যশোর ও গাইবান্ধার প্রস্তাবিত ইপিজেডগুলোর মধ্যে যদি গাইবান্ধার কাজটি আগে হয় তাহলে এটি হবে দেশের দশম ইপিজেড।

পরে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম গাইবান্ধার ইপিজেড নির্মাণে সম্ভব্য স্থান হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই এলাকায় ইপিজেড নির্মাণ হলে প্রায় ২ লক্ষ বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

আড়াইহাজার

বিদ্যুতের খুঁটিতে টহল গাড়ির ধাক্কা, ৬ পুলিশ সদস্যসহ আহত ৭

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার প্রতিনিধি
শেয়ার
বিদ্যুতের খুঁটিতে টহল গাড়ির ধাক্কা, ৬ পুলিশ সদস্যসহ আহত ৭
আহত ৬ পুলিশ সদস্য ও চালক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় রাত্রিকালীন টহল ডিউটির সময় পুলিশের গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে এক এসআইসহ ছয় পুলিশ সদস্য ও চালক আহত হয়েছেন।

আজ  শুক্রবার (১৪ মার্চ) রাত সোয়া ৪টার দিকে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কনস্টেবল সাইফুল ইসলামের কপালে গুরুতর আঘাত লাগে, কনস্টেবল আল আমিনের সামনের একটি দাঁতের অর্ধেক ভেঙে যায় এবং গাড়িচালক আরাফাত ইসলামের ডান পায়ে হাঁটুর নিচে জখম হয়।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যথাক্রমে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

 

পুলিশ জানায়, এসআই মাহবুবুর রহমানের নেতৃত্বে কনস্টেবল সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, আজীজ এবং গাড়িচালক আরাফাত ইসলাম জাঙ্গালিয়া কবরস্থান এলাকা থেকে থানায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বগাদী এলাকায় পৌঁছলে তাদের বহনকারী লেগুনা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ ভেঙে যায় এবং পুলিশ সদস্যরা আহত হন।

ঘটনার পরপরই আড়াইহাজার থানার আরেকটি টহলদল আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন
হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা

হামলার শিকার হয়ে থাই সীমান্তে পালাল মায়ানমারের একদল জান্তা

 

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য

টাকাসহ আটক গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
টাকাসহ আটক গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী
সংগৃহীত ছবি

গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহনকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে এ টাকাসহ গাড়ি জব্দ করা হয়। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে আটক করে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মো. ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

আরো পড়ুন

পল্লীকবির ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

পল্লীকবির ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়।

পরে ওই গাড়িটি তল্লাশিকালে ওই গাড়ির ব্যাক ডালায় বিপুল টাকা পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান এবং অভিযান পরিচালনা করেন।

তিনি আরো বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী পরিচয়দানকারী ছাবিউল ইসলাম পুলিশকে প্রথমদিকে জানিয়েছিল তার কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা আছে। পরে গণনা করে আরো ছয় লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়।

বিষয়টি রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রাজশাহী যাচ্ছিল। এ সময় বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকা পুলিশের চেকপোস্টে যানবাহন তল্লাশির অংশ হিসেবে গাড়িটিও তল্লাশি করে পুলিশ। 

আরো পড়ুন

ক্যান্সার প্রতিরোধী লালশাক

ক্যান্সার প্রতিরোধী লালশাক

 

এ সময় প্রাইভেট কারের ব্যাক ডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান তারা। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন।

পরে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে প্রকৌশলী টাকাগুলো জমি বিক্রির দাবি করায় সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য

গাড়িতে ৩৭ লাখ টাকা, প্রকৌশলী বললেন ‘ঘুষের টাকা না’

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
গাড়িতে ৩৭ লাখ টাকা, প্রকৌশলী বললেন ‘ঘুষের টাকা না’
ছবি : কালের কণ্ঠ

নাটোরের সিংড়ায় এক প্রকৌশলীর প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কারে থাকা গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্টে টাকা ও গাড়িসহ তাকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেটে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে পেছনের ডালায় বিভিন্ন ব্যাগে সংরক্ষিত ৩৬ লাখ ৯৪ টাকা জব্দ করা হয়। পরে প্রাইভেট কারসহ প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়।

আরো পড়ুন
বাংলাদেশের সংস্কারে পাশে থাকার আশ্বাস গুতেরেসের

বাংলাদেশের সংস্কারে পাশে থাকার আশ্বাস গুতেরেসের

 

প্রকৌশলী সাবিউল ইসলাম সিরাজগঞ্জের বাসিন্দা। তার দাবি, তিনি জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন।

তবে তাৎক্ষণিক এর প্রমাণাদি দিতে পারেননি তিনি। তবে গাইবান্ধা এলজিইডি অফিসের কর্মকর্তাদের একটি অংশ অভিযোগ করেছে, এটি ঘুষের টাকা। সপ্তাহে পাঁচ দিন অফিস করে তিনি সপ্তাহের ঘুষের টাকা নিয়ে বাড়ি ফেরেন।

পুলিশ সুপার একরামুল হক বলেন, ‘জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে ভাড়া করা প্রাইভেট কারে রাজশাহীর নিজ বাসায় যাচ্ছিলেন বলে দাবি করেছেন প্রকৌশলী সাবিউল ইসলাম।

তবে তিনি সঠিক তথ্য-প্রমাণ দিতে না পারায় বিষয়টি অনুসন্ধানে দুদককে খবর দেওয়া হয়েছে।’

প্রকৌশলী সাবিউল ইসলাম বলেন, ‘জমি বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। এগুলো ঘুষ বা কমিশনের টাকা নয়।’

প্রাসঙ্গিক
মন্তব্য

নার্সকে তুলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
নার্সকে তুলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চান মিয়া শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগে শিশু ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির মামলাও রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্সকে বিভিন্ন সময় হাসপাতালের মালিক আপেল মাহমুদ কুপ্রস্তাব দিতেন। গত বছরের ২০ ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সেদিন বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে আপেল মাহমুদ জোরপূর্বক একটি মাইক্রোবাসে তাকে তুলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজার নিয়ে যান। 

সেখানে একটি আবাসিক হোটেলে তাকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন।

পরে ২৫ ডিসেম্বর তাকে শিবচর এনে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে ভুয়া বিয়ের নথি তৈরি করে ওই নার্সকে ছেড়ে দেন আপেল মাহমুদ। এ ঘটনার পর গত ৩০ ডিসেম্বর নার্সের পরিবার শিবচর থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নেওয়ায় মাদারীপুর আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগী পরিবার। 

আদালতের নির্দেশে চলতি বছরের ৭ জানুয়ারি শিবচর থানায় আপেল মাহমুদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর আপেল মাহমুদ পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবচর থানার এসআই রেনুকা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ক্লিনিক মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করে। 

আরো পড়ুন
গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গলায় ছুরি ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

 

শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির মামলায় রয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ