বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ কর্তৃক গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল এলাকায় প্রস্তাবিত ইপিজেড স্থাপনের লক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ইপিজেড স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশরাফুল কবির, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, সাবেক পৌর মেয়র মো. আতাউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতায় গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর সুগার মিল এলাকায় ১ হাজার ৮৪২ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এখানে ইপিজেড স্থাপিত হলে এ অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে, জীবনমানের পরিবর্তন ঘটবে। যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।
তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ফলে গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগ হবে এবং বাঙালি নদী থেকে পানি উত্তোলন করে ইপিজেডে ব্যবহার করা হবে।
তিনি আরো বলেন, প্রধাণমন্ত্রী শেখ হাসিনা এই এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের পূণর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করবেন। এ ছাড়া ইপিজেড স্থাপনের ফলে এই অঞ্চলের মানুষের শিক্ষা, রাস্তা ঘাটসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে।
তিনি আরো বলেন, পটুয়াখালি, যশোর ও গাইবান্ধার প্রস্তাবিত ইপিজেডগুলোর মধ্যে যদি গাইবান্ধার কাজটি আগে হয় তাহলে এটি হবে দেশের দশম ইপিজেড।
পরে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম গাইবান্ধার ইপিজেড নির্মাণে সম্ভব্য স্থান হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই এলাকায় ইপিজেড নির্মাণ হলে প্রায় ২ লক্ষ বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।