<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ। তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে ‘শহীদ আবু সাঈদ চত্বরে’র নতুন নামকরণ করা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">বুধবার (১৭ জুলাই) দুপুরে ক্যাম্পাসে নিহত আবু সাঈদের গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর পার্ক মোড়ের  নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নামসংবলিত একটি সাইন বোর্ড ঝোলানো হয়।</p> <p style="text-align:justify">এর আগে সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রফাইল, বিভিন্ন পেজ এবং গ্রুপে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ রাখার দাবি জানান। বর্তমানে গুগল ম্যাপেও পার্কের মোড়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ চত্বর’ নাম দেখা যাচ্ছে।</p> <p style="text-align:justify">বেরোবির একজন শিক্ষার্থীর ফেসবুক গ্রুপে লেখেন, ‘এরই মধ্যে গুগল ম্যাপে পার্কের মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর করা হয়েছে। তাকে সম্মান করে তার নামে এই চত্বরকে ডাকবেন নাকি অন্য নামে?’</p>