<p>পুলিশ বাহিনীকে তাদের চরিত্র পরিবর্তন করে কোনো গোষ্ঠীর পক্ষে নয়, জনগনের সেবক ও মানবিক পুলিশ হতে হবে। রবিবার (১৮ আগস্ট) দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামীয়ার আহত ছাত্রদের দেখতে গিয়ে এ কথা বলেন অন্তর্বতী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতিক। </p> <p>ফারুক ই আজম বীর প্রতিক আরো বলেন, তিন দিকে শিকলে ঘেরা একদিকে বঙ্গোপসাগরের মধ্যেই আমাদের এই বাংলাদেশ। এ দেশে ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার সুফল ভোগ করতে হলে সবক্ষেত্রে পরিবর্তন অপরিহার্য।</p> <p>তিনি পটিয়া আল জামিয়া আল ইসলামীয়ার আহত ছাত্রদের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন কখনো বিফলে যায় না। তার প্রমাণ ৫ আগস্টের বিজয়। তিনি এ বিজয় ধরে রাখতে অন্তর্বতী সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।</p> <p>এ সময় তার সঙ্গে ছিলেন চট্রগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জমান, পটিয়া ইউএনও আলাউদ্দিন ভুঞা জনী, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন, মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভীসহ প্রশাসনের কর্মকর্তাগণ।</p>