<p style="text-align:justify">চট্টগ্রামের পটিয়ায় এক শ্রমিক লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্হানীয় জনতা। সাইফুদ্দিন ভোলা (৪৮) নামের ওই শ্রমিক লীগ নেতা পটিয়া পৌর সদরের ১ নং ওয়ার্ডের কাগজী পাড়া এলাকার ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।তিনি পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সহ-সভাপতি।</p> <p style="text-align:justify">জানা যায়, শনিবার রাতে কাগজী পাড়া এলাকার স্হানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে গণধোলাইয় দিয়ে পুলিশের হাতে তুলে দেন। </p> <p style="text-align:justify">পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সাইফুদ্দিন ভোলার নামে সম্প্রতি নতুন করে দুটি মামলাসহ তার বিরুদ্ধে আরো ৭ টি মামলা রয়েছে। গত ১৮ জুলাই উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও লুটপাট এবং ৪ আগস্ট পটিয়ায় ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে আরো পৃথক দুটি মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে।</p> <p style="text-align:justify">পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, ‘শনিবার রাতে স্থানীয় জনতা শ্রমিক লীগ নেতা সাইফুদ্দিন ভোলাকে তার নিজ এলাকার লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেন। গ্রেপ্তারকৃত সাইফুদ্দিন ভোলাকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাকে নিয়মিত মামলার পাশাপাশি আদালতে তার পূর্বের মামলাগুলোর পিআর রিপোর্ট পাঠানো হয়েছে।’</p>