<p>সমালোচনার মুখে বাড়ির সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা’ নামফলক খুলে ফেলেছেন আন্দোলনে ‘সহযোদ্ধা’ দাবি করা ইলিয়াস হোসেন। হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি বাড়ির সামনের নামফলক খুলে ফেলেন।</p> <p>ইলিয়াস হোসেন (৫২) পটুয়াখালী পৌর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। তার বাবার নাম আব্দুস সত্তার মজুমদার।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মেয়েসহ নিজে জড়িত ছিলেন বলে দাবি করেছেন ইলিয়াস হোসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন এবং আন্দোলনে সফলতায় ভালো লাগা থেকে বাড়ির নামফলক করেন তিনি।</p> <p>সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় বিষয়টি ইলিয়াস হোসেনের নজরে আসে, এরপর তিনি নামফলকটি খুলে ফেলেন।<br />  </p>