<p style="text-align:justify">সাভারে নাভানা ফার্নিচার কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা কারখানার নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত নাভানা ফার্নিচার কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পূজা দেখা হলো না বাবা-ছেলের, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728723624-4ffa276e97a50b78e982c038d7ecdff5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পূজা দেখা হলো না বাবা-ছেলের, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434372" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে আজ শনিবার সকালে ডাকাতির বিষয়টি জানিয়ে নাভানা ফার্নিচার কারখানার সুপার ভাইজার আহাদ মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। </p> <p style="text-align:justify">লিখিত অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ৩ থেকে ৪ জন লোক নাভানা ফার্নিচার কারখানার গেটে এসে কম্পানির মাল এসেছে জানিয়ে নিরাপত্তা কর্মীদের গেট খুলতে বলে। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী মো. সিদ্দিক ও মো. আবু বকর গেট খুলে মাল দেখতে বের হলে ৩০-৩৫ লোক পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে কারখানা ভিতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভাইয়ের হতে বোন খুন, রক্ষা পাননি অপর ভাইয়ের স্ত্রীও!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728720036-fddf73db185b99388a17036036a8ef35.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভাইয়ের হতে বোন খুন, রক্ষা পাননি অপর ভাইয়ের স্ত্রীও!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434363" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পরে ডাকাতরা কারখানার ভিতরে বিশ্রামে থাকা সুপারভাইজার আহাদ মিয়াসহ আরো ১৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর সবাইকে একটা কক্ষে আটকে রেখে তাদের কাছে থাকা নগদ প্রায় ৬০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। </p> <p style="text-align:justify">লিখিত অভিযোগে সুপারভাইজার আহাদ মিয়া আরো উল্লেখ করেন, ডাকাতরা আমাদের আটকে রেখে রাতভর কারখানায় লুটপাট করে। তারা আমাদের কারখানার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মালিকের ক্যাশ ভেঙে নগদ টাকাসহ বিপুল পরিমাণ স্টীলের পাইপসহ মূল্যবান মালামাল এবং একটি হায়েস গাড়ি লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর আমরা নিজেরাই মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেই।</p> <p style="text-align:justify">নাভানা ফার্নিচার কারখানার এ্যাডমিন অফিসার আরিফ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় ৩০/৩৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে আমাদের সিকিউরিটি গার্ডদের জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে তাদের বিপুল পরিমাণ মেটাল, একটি হায়েস গাড়ি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তবে এখনি লুণ্ঠিত মালামালের দাম এবং ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করা যাচ্ছে না। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫ আগস্টের পর স্বাধীন সাংবাদিকতার পথ তৈরি হয়েছে: কাদের গনি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728722817-6e4c5efebdd87a07bf2f3eaffb9427d2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫ আগস্টের পর স্বাধীন সাংবাদিকতার পথ তৈরি হয়েছে: কাদের গনি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434369" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ডাকাতির বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘ভাই ডাকাতির ঘটনায় নিউজ করার দরকার নেই। বিষয়টি একটু এড়িয়ে যাওয়াই ভালো। একসময় থানায় আসেন বসে কথা বলবো নি।’</p>