<p>কক্সবাজারের চকরিয়ায় বিচারিক আদালতের চলমান মামলার কার্যক্রমে হস্তক্ষেপ করা, বিচারকের বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগসহ আদালতের মান ক্ষুণ্ন করে সম্প্রতি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে একটি চক্র।</p> <p>এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবীরা অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের পক্ষ হয়ে এ ধরনের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।</p> <p>অ্যাসোসিয়েশনের দেওয়া লিখিত বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চকরিয়ার বিরুদ্ধে গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্বার্থান্বেষী ও বিভিন্ন মামলার আসামি, এলাকায় পাহাড় খেকো, বনদস্যু হিসাবে স্বীকৃত চিহ্নিত দুষ্কৃতিকারীসহ ৬০/৭০ জন মিলে মানববন্ধনের নামে আদালতের বিচারাধীন বিষয়ে যে শব্দচয়ন উচ্চারণ করেছে তা বিজ্ঞ আদালতের বিচারাধীন বিষয়ে নগ্ন হস্তক্ষেপের সমতুল্য।</p> <p>ওই সময়ে কথিত বেআইনি মানববন্ধন থেকে পরবর্তী শুরু হওয়া মিছিলে বিচারক, বিচারিক মনোভাবের প্রতি অসম্মান, অশ্রদ্ধা প্রদর্শন বিচারককে উদ্দেশ্য করে যে অশ্লীল, অকথ্য, অশ্রাব্য শব্দচয়ন করা হয়েছে তা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।</p> <p>বিবৃতিতে বলা হয়, আদালত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আদালতের বিচারাধীন আদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নজিরবিহীন জনসমাবেশ বেআইনি, সংবিধান লঙ্ঘন এবং আইন ও আদালতের প্রতি বিচারপ্রার্থী জনসাধারণের আস্থাশীলতায় করাঘাতের শামিল। এই ধরনের অপতৎপরতা আইনের শাসনের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। তাই চকরিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সকল আইনজীবী তীব্র নিন্দা ও অসন্তোষ জ্ঞাপন করা হয়।</p> <p>বিবৃতিতে স্বাক্ষর করেন সভাপতি হাবিব উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দীন আহমদসহ শতাধিক আইনজীবী।</p>