<p style="text-align:justify">চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে তিন মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় পৃথক দুইটি আদালত ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। </p> <p style="text-align:justify">এ ছাড়া ফজলে করিমকে আরো পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ফজলে করিমের আইনজীবীরা বলছেন, নিরাপত্তাজনিত কারণ ও শারীরিক অসুস্থতার কারণে তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি।</p> <p style="text-align:justify">ফজলে করিমের আইনজীবী এ এইচ এম জিয়া উদ্দিন কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রামের চান্দগাঁও, পাঁচলাইশ ও রাউজান থানায় দায়ের করা পৃথক তিন মামলায় তাকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, নিরাপত্তা ও অসুস্থতাজনিত কারণে ফজলে করিমকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি। তাকে আদালতে না এনে ভার্চুয়াল শুনানির জন্য আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করায় তাকে কারাগার থেকে আনা হয়নি। যেকোনো সময় এটি করা যায়, এটি আইনে আছে।</p> <p style="text-align:justify">আদালত সূত্রে জানা যায়, ফজলে করিমকে পাঁচলাইশ থানার মামলায় দুই দিন, চান্দগাঁও থানার মামলায় তিন দিন ও রাউজান থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিম এ নির্দেশ দেন।</p>