<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।</p> <p>শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সড়ক পথে পঞ্চগড় থেকে আবু সাঈদের গ্রামের বাড়ি পীরগঞ্জের বাবনপুরে যান পুলিশ প্রধান ময়নুল ইসলাম। শ্রদ্ধা নিবেদন শেষে আবু সাঈদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের খোঁজ খবর নেন তিনি।</p> <p>এসময় সমন্বয়ক সারজিস আলম, ডিআইজি আমিনুল ইসলাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <p>আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, ‘আমার ভাইকে হত্যা করার এতদিন হলো। এখনো আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।’ পুলিশ প্রধান তাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।</p> <p>পরে পুলিশ প্রধান ময়নুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ট প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। এরপর দুপুর ২টায় জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। <br />  </p>